শনির দশা বদলে দিতে আপনার ভবিষ্যৎ। ছবি: সংগৃহীত।
আগামী দিনে কী ঘটবে বা কী ঘটতে চলেছে, তা জানার ইচ্ছা আমাদের সকলেরই থাকে। কোনও বিশেষ উপায়ে যদি আমরা তা জানতে পারি, তা হলে কেমন হয়? আপনার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল বা অন্ধকার, সে বিষয়ে ইঙ্গিত দিতে পারে জ্যোতিষশাস্ত্র। তবে সে বিষয়ে জানার ক্ষেত্রে কিছু নিয়ম-নীতি আছে বা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করতে হয়। যেমন জন্মকালীন গ্রহের অবস্থান, গ্রহের দৃষ্টি, দশা কাল এবং গ্রহের গোচর। যার মধ্যে শনি গ্রহের প্রভাব অন্যতম।
গ্রহের অবস্থান
জন্মকালীন গ্রহের অবস্থা অর্থাৎ জন্মের সময় কোন স্থানে কোন গ্রহের অবস্থান ছিল এবং গ্রহের অবস্থান অনুযায়ী গ্রহের দৃষ্টি কোথায় ছিল।
দশা কাল
দশা কাল অর্থাৎ, বর্তমানে বা নির্দিষ্ট সময়ে কোন গ্রহের মহাদশা, অন্তঃদশা বা প্রত্যন্ত দশা চলেছে।
গ্রহের গোচর
গ্রহের গোচর অর্থাৎ, বর্তমান কালে বা নির্দিষ্ট সময় গ্রহের অবস্থান। গ্রহগণ সর্বদা গতিশীল, রাশি চক্রে ঘূর্ণীয়মান। রাশিচক্রে পরিভ্রমণরত অবস্থায় নির্দিষ্ট সময়ে রাশির সাপেক্ষে কোন স্থানে অবস্থান করছে।
গ্রহ লগ্ন
প্রত্যেক গ্রহ নির্দিষ্ট সময় এক এক রাশিতে অবস্থান করে। অবস্থান কালে লগ্ন বা চন্দ্রের সাপেক্ষে কোন স্থানে কোন গ্রহ অবস্থান করছে, তার উপর জাতক-জাতিকার, দৈবিক, দৈহিক এবং ভৌতিক বিষয়ের উপর কী প্রভাব পড়বে, তা নির্ভর করে।
গ্রহের গতি
গ্রহের গতির উপর নির্ভর করে গ্রহগণকে দু’টি ভাগে ভাগ করা হয়। দ্রুত গতি এবং ধীর গতি। ধীর গতির গ্রহ হল শনি, বৃহস্পতি, রাহু এবং দ্রুত গতির গ্রহ হল চন্দ্র, বুধ, রবি, শুক্র এবং মঙ্গল।
সর্বাধিক ধীর গতি সম্পন্ন গ্রহ শনির রাশি এবং লগ্নের কোথায় শুভ কোথায় অশুভ অবস্থান রয়েছে?
শনি জন্ম রাশিতে গোচর কালে (সারেসাতির দ্বিতীয় পর্যায়) অশুভ ফল দান করে। যার ফলে শারীরিক সমস্যা, দাম্পত্য কলহ, কর্মক্ষেত্রে বিবাদ সৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি করে।
শনি বিভিন্ন রাশির দ্বিতীয় গোচর কালে (সারেসাতির শেষ পর্যায়) খরচ বা ব্যয় বৃদ্ধি কিংবা অর্থহানির সম্ভাবনা রয়েছে। এমনকি গৃহ সুখের উপর অশুভ প্রভাব দান করতে পারে।
শনি বিভিন্ন রাশির তৃতীয়ে গোচর কালে শুভফল দান করে। শারীরিক সমস্যা থেকে মুক্তি এবং সর্ব দিকে শুভফল দান করে।
শনি চতুর্থ গোচর কালে অশুভ ফল দান করে। এ সময়ে কালকে অর্ধ কণ্টক শনি বলা হয়। এ ক্ষেত্রে গৃহসুখ ও মাতৃসুখের হানি ঘটে।
শনি পঞ্চম গোচর কালেও খুব একটা শুভফল দান করে না। শনি সন্তান সুখ, দাম্পত্য সুখের উপর অশুভ প্রভাব দান করে।
শনি ষষ্ঠ গোচর কালে শুভফল দান করে, শত্রুর বিজয় এবং প্রতিযোগিতায় জয়লাভ এবং বিভিন্ন ক্ষেত্রে শুভফল দান করে।
শনি সপ্তম গোচর কালে অশুভফল দান করে। দাম্পত্য সুখের হানি ঘটায়, শারীরিক সমস্যা এবং বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে।
শনি অষ্টমে গোচর কালে কণ্টক শনি বিভিন্ন ক্ষেত্রে অশুভ ফল দান করে।
শনি রাশির নবম স্থানের গোচর কালে অশুভ ফল দান করলেও কিছু ক্ষেত্রে মানসিক বল বৃদ্ধির কারণে শুভফল প্রাপ্ত হয়।
শনি রাশির দশম গোচর কালে কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতির সম্ভাবনা সৃষ্টি করে।
শনি রাশির একাদশ গোচর কালে আর্থিক ক্ষেত্রে শুভফল দান করে এবং সন্তান সুখের সমস্যা সৃষ্টি করে।
শনি রাশির দ্বাদশ গোচর কালে সারেসাতির প্রথম পর্যায় শুরু হয়। ফলে এই সময় শনি অশুভ ফল দান করে।