Astrological Tips

বুধবার থেকে ন’দিন খুবই শুভ, বিশেষ করে শেষ পাঁচটি দিন, জেনে রাখুন শুভ সময়ের নির্ঘণ্ট

প্রাচীনকাল থেকে দেবী দুর্গা নানা রূপে পূজিত হয়ে আসছেন। কালের ভেদে বিভিন্ন পুজোর রীতি-নীতির সামান্য পার্থক্য হলেও, দু্র্গাপুজোর ক্ষেত্রে উভয় পুজোর রীতি একই রয়েছে। বসন্তকালে দেবী দুর্গার পুজো শ্রী শ্রী বাসন্তীপুজো নামে পরিচিত।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৯:৫৫
Share:

জেনে নিন বাসন্তীপুজোর নির্ঘণ্ট। ছবি: সংগৃহীত।

দেবী দুর্গার নানা রূপ। প্রাচীনকাল থেকে অশুভ শক্তি নাশের উদ্দেশে বিভিন্ন সময়ে মহাপুরুষগণ শক্তি দেবীর আরাধনা করেছেন। শক্তি দেবী নানা রূপে পূজিত হয়ে আসছেন। শ্রী রামচন্দ্র অশুভ শক্তি নাশ করতে দেবী দুর্গার আরাধনা করেন শরৎকালে। চন্দ্রবংশীয় রাজা সুরথ দেবী দুর্গার আরাধনা করেন বসন্তকালে। কালের ভেদে বিভিন্ন পুজোর রীতি-নীতির সামান্য পার্থক্য হলেও, দু্র্গাপুজোর ক্ষেত্রে উভয় পুজোর রীতি একই রয়েছে। শরৎকালে হয় শারদীয়া দুর্গাপুজো, বসন্তকালে দেবী দুর্গার পুজো শ্রী শ্রী বাসন্তীপুজো নামে পরিচিত।

Advertisement

এ বছর দেবীর ঘোটকে আগমন, ফল- ছত্রভঙ্গস্তুরঙ্গম। দেবীর দোলায় গমন, ফল– দোলায়াং মকরং ভবেত।

আগামী ২৮ মার্চ, বাংলার ১৩ চৈত্র মঙ্গলবার শ্রী শ্রী বাসন্তী পূজা ।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

পঞ্চমী তিথি আরম্ভ –

বাংলার– ১০ চৈত্র, শনিবার।

ইংরেজি– ২৫ মার্চ, শনিবার।

সময় – বিকেল ৪ টে ২৫ মিনিট।

পঞ্চমী তিথি শেষ –

বাংলার– ১১ চৈত্র, রবিবার।

ইংরেজি– ২৬ মার্চ, রবিবার।

সময় – বিকেল ৪টে ৩৩ মিনিট।

ষষ্ঠী তিথি আরম্ভ –

বাংলার– ১১ চৈত্র, রবিবার।

ইংরেজি– ২৬ মার্চ, রবিবার।

সময় – বিকেল ৪টে ৩৪ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ –

বাংলার– ১২ চৈত্র, সোমবার।

ইংরেজি– ২৭ মার্চ, সোমবার।

সময় – বিকেল ৫টা ২৮ মিনিটে।

সপ্তমী তিথি আরম্ভ –

বাংলার– ১২ চৈত্র, সোমবার।

ইংরেজি– ২৭ মার্চ, সোমবার।

সময় – বিকেল ৫টা ২৯ মিনিট।

সপ্তমী তিথি শেষ –

বাংলার– ১৩ চৈত্র, মঙ্গলবার।

ইংরেজি– ২৮ মার্চ, মঙ্গলবার।

সময়– রাত্রি ৭টা ৩ মিনিট।

অষ্টমী তিথি আরম্ভ –

বাংলার

– ১৩ চৈত্র, মঙ্গলবার।

ইংরেজি– ২৮ মার্চ, মঙ্গলবার।

সময়– রাত্রি ৭টা ৪ মিনিট।

অষ্টমী তিথি শেষ –

বাংলার– ১৪ চৈত্র, বুধবার।

ইংরেজি– ২৯ মার্চ, বুধবার।

সময়– রাত্রি ৯টা ৮ মিনিট।

রাত্রি ঘ ৮টা ৪৪ গতে সন্ধি পুজো আরম্ভ, রাত্রি ঘ ৯টা ৮ গতে বলিদান। রাত্রি ৯টা ৩২ মধ্যে সন্ধি পুজো সমাপন।

নবমী তিথি আরম্ভ –

বাংলার– ১৪ চৈত্র, বুধবার।

ইংরেজি– ২৯ মার্চ, বুধবার।

সময়– রাত্রি ৯টা ৯ মিনিট ।

নবমী তিথি শেষ –

বাংলার– ১৫ চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি– ৩০ মার্চ, বৃহস্পতিবার।

সময়– রাত্রি ১১টা ৩১ মিনিট।

দশমী তিথি আরম্ভ –

বাংলার– ১৫ চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি– ৩০ মার্চ, বৃহস্পতিবার।

সময়– রাত্রি ১১টা ৩২ মিনিট

দশমী তিথি শেষ –

বাংলার ১৬ চৈত্র, শুক্রবার।

ইংরেজি– ৩১ মার্চ, শুক্রবার।

সময়– রাত্রি ১টা ৫৯ মিনিট।

দিবা ৯ঌটা ৪০ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরধে দিবা ঘ ৮টা ৩৬ মধ্যে শ্রী শ্রী দেবীর দশমী বিহিত পূজো সমাপন ও বিসর্জন প্রসস্তা।

দিবা ঘ ৯ টা ৪০ মিনিট মধ্যে শ্রী শ্রী রামনবমী ব্রতের পারন।

গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে

পঞ্চমী তিথি আরম্ভ –

বাংলার– ১০ চৈত্র, শনিবার।

ইংরেজি– ২৫ মার্চ, শনিবার।

সময় – সন্ধ্যা ৭টা ২ মিনিট ২০ সেকেন্ড।

পঞ্চমী তিথি শেষ –

বাংলার– ১১ চৈত্র, রবিবার।

ইংরেজি– ২৬ মার্চ, রবিবার।

সময়– রাত্রি ৭টা ৬ মিনিট ৪৪ সেকেন্ড।

ষষ্ঠী তিথি আরম্ভ –

বাংলার– ১১ চৈত্র, রবিবার।

ইংরেজি– ২৬ মার্চ, রবিবার।

সময়– রাত্রি ৭টা ৬ মিনিট ৪৫ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ –

বাংলার– ১২ চৈত্র, সোমবার।

ইংরেজি– ২৭ মার্চ, সোমবার।

সময়– রাত্রি ৭টা ৪১ মিনিটে ৪৫ সেকেন্ড।

সপ্তমী তিথি আরম্ভ –

বাংলার– ১২ চৈত্র, সোমবার।

ইংরেজি– ২৭ মার্চ, সোমবার।

সময় – রাত্রি ৭টা ৪১ মিনিটে ৪৬ সেকেন্ড।

সপ্তমী তিথি শেষ –

বাংলার– ১৩ চৈত্র, মঙ্গলবার।

ইংরেজি– ২৮ মার্চ, মঙ্গলবার।

সময়– রাত্রি ৮টা ৪৭ মিনিট ২২ সেকেন্ড।

অষ্টমী তিথি আরম্ভ –

বাংলার– ১৩ চৈত্র, মঙ্গলবার।

ইংরেজি– ২৮ মার্চ, মঙ্গলবার।

সময় – রাত্রি ৮টা ৪৭ মিনিট ২৩ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ –

বাংলার– ১৪ চৈত্র, বুধবার।

ইংরেজি– ২৯ মার্চ, বুধবার।

সময়– রাত্রি ১০টা ১৭ মিনিট ৩২ সেকেন্ড ।

রাত্রি ঘ ৯টা ৫৩ মিনিট ৩২ সেকেন্ড গতে সন্ধি পুজো আরম্ভ, রাত্রি ঘ ১০টা ১৭ মিনিট ৩২ সেকেন্ড গতে বলিদা, রাত্রি ১০টা ৪১ মিনিট ৩২ সেকেন্ড মধ্যে সন্ধি পুজো সমাপন।

নবমী তিথি আরম্ভ –

বাংলার– ১৪ চৈত্র, বুধবার।

ইংরেজি– ২৯ মার্চ, বুধবার।

সময়– রাত্রি ১০ টা ১৭ মিনিট ৩৩ সেকেন্ড ।

নবমী তিথি শেষ –

বাংলার– ১৫ চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি– ৩০ মার্চ, বৃহস্পতিবার।

সময়– রাত্রি ১২টা ৮ মিনিট ১৮ সেকেন্ড।

দশমী তিথি আরম্ভ –

বাংলার– ১৫ চৈত্র, বৃহস্পতিবার।

ইংরেজি– ৩০ মার্চ, বৃহস্পতিবার।

সময়–– রাত্রি ১২টা ৮ মিনিট ১৯ সেকেন্ড।

দশমী তিথি শেষ –

বাংলার ১৬ চৈত্র, শুক্রবার।

ইংরেজি– ৩১ মার্চ, শুক্রবার।

সময়– রাত্রি ২টো ১১ মিনিট ৫৫ সেকেন্ড।

পূর্বাহ্ণ ঘ ৯টা ৩৮ মিনিট ৫১ সেকেন্ড দ্বাত্মক চরলগ্নে ও চরনবাংশে কিন্তু বারবেলানুরধে ঘ ৮টা ৩৭ মিনিট ৫১ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী দেবীর দশমী বিহিত পুজো সমাপনান্তে বিসর্জন প্রসস্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement