Astrological Tips

সম্পর্কের টানাপড়েন কিছুতেই পিছু ছাড়ে না? ঝগড়া এড়াতে কয়েকটি সহজ টোটকা মেনে চলুন

যে কোনও সম্পর্কের মধ্যে হালকা ঝগড়াঝাঁটি চলতেই পারে। তবে কিছু ঝগড়া এমন পর্যায়ে চলে যায়, যেখানে সম্পর্ক ভাল হওয়ার আর কোনও পথ থাকে না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ০৮:০৭
Share:

—প্রতীকী ছবি।

কথায় আছে যেখানে যত ঝগড়া, সেখানে তত মিল। যে কোনও সম্পর্কের মধ্যে হালকা ঝগড়াঝাঁটি চলতেই পারে। তবে কিছু ঝগড়া এমন পর্যায়ে চলে যায়, যেখানে সম্পর্ক ভাল হওয়ার আর কোনও পথ থাকে না। পুজোর মাঝে এমন কোনও পরিস্থিতি মোটেই কাম্য নয়। সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের মতামত মেনে যদি কয়েকটি সহজ নিয়ম মেনে চলা যায়, তা হলে সম্পর্কে শান্তি বজায় থাকবে।

Advertisement

নিয়ম

১) অনেকেই ঘরের দেওয়ালে পারিবারিক ছবি ঝুলিয়ে রাখেন। এই ছবি অবশ্যই রাখুন ঘরের দক্ষিণ-পশ্চিম দিকের দেওয়ালে।

Advertisement

২) পূর্ব বা উত্তর দিকের দেওয়ালে কখনওই পারিবারিক ছবি ঝোলাবেন না।

৩) বিছানার উপর বসে খাবার না খাওয়ার চেষ্টা করুন। অনেকেই বিছানার উপর বসে খাবার খান, এর ফলে বাস্তুর অমঙ্গল হয়।

৪) শোওয়ার ঘরে বিছানার চাদরের রং হালকা রাখুন। বিশেষ করে যে বিছানায় স্বামী-স্ত্রী ঘুমোন।

৫) স্বামী-স্ত্রীর ঘরের দক্ষিণ-পশ্চিম দেওয়ালে একজোড়া রাজহাঁসের ছবি ঝোলান।

৬) সম্পর্কে বহু দিন ধরে টানাপড়েন লেগে থাকলে ঘরে রাধাকৃষ্ণের ছবি রাখুন।

৭) ব্যবহৃত পোশাক অন্যদের পরতে দেওয়ার থেকে বিরত থাকুন। আর আপনি নিজেও অন্যের ব্যবহৃত পোশাক পরা এড়িয়ে চলুন।

৮) শোওয়ার ঘরে কখনও ক্যাকটাস রাখবেন না।

৯) শোওয়ার ঘরে অবশ্যই বড় বড় জানালা রাখুন।

১০) বাড়ির ছাদ যেন সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সেই বিষয়ে লক্ষ রাখতে হবে। বাড়ির ছাদ নোংরা থাকলে স্বামী-স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

১১) নিজের ব্যবহার করা সিঁদুর অন্য কাউকে পরতে দেবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement