Durga Puja 2024 Colors

পুজোর কেনাকাটা তো করে ফেলেছেন, দেখে নিন রাশি অনুযায়ী কোন দিন কী রঙের জামা পরতে পারেন

বাস্তবে মানুষ তখনই রঙিন হতে পারেন, যখন তিনি তাঁর ভাগ্যের সঙ্গে মিলিয়ে সঠিক রং ব্যবহার করেন। কারণ, যে কোনও রঙের ব্যবহার সকলের জন্য সব সময় শুভ নয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১১:৫৯
Share:

—প্রতীকী ছবি।

উৎসব প্রিয় মানুষের দুর্গাপুজোর কথা শুনলেই মন রঙিন হয়ে ওঠে। তবে বাস্তবের সঙ্গে কল্পনার অনেক পার্থক্য রয়েছে। বাস্তবে মানুষ তখনই রঙিন হতে পারেন, যখন তিনি তাঁর ভাগ্যের সঙ্গে মিলিয়ে সঠিক রং ব্যবহার করেন। কারণ, যে কোনও রঙের ব্যবহার সকলের জন্য সব সময় শুভ নয়।

Advertisement

রঙের ব্যবহার বিভিন্ন ভাবে করা যায়, যেমন বার অনুযায়ী, রাশি অনুযায়ী ইত্যাদি। প্রত্যেক বারের অধিপতি গ্রহের এবং প্রত্যেক রাশি বা লগ্নের অধিপতি গ্রহের সঙ্গে মিলিয়ে রঙের ব্যবহার করলে সফলতার সম্ভাবনা বৃদ্ধি পায়।

কোন বারে কী রং শুভ-

Advertisement

রবিবার লাল ও কমলা রং শুভ।

সোমবারের শুভ রং সাদা ও রূপালি।

মঙ্গলবারে লাল ও গেরুয়া রং শুভ।

বুধবারে সবুজ রং শুভ।

বৃহস্পতিবার শুভ রং হলুদ।

শুক্রবারে সাদা ও গোলাপি রং শুভ।

শনিবার নীল ও কালো রং শুভ।

পঞ্চমী তিথি মঙ্গলবার, এই দিনের শুভ রং লাল।

ষষ্ঠী তিথি বুধবার, সবুজ রং বুধবারের জন্য শুভ।

সপ্তমী তিথি বৃহস্পতিবার, এই দিন হলুদ রং শুভ।

অষ্টমী তিথি শুক্রবার, অষ্টমীতে সাদা ও গোলাপি রং শুভ।

নবমী তিথি শনিবার, নীল ধূসর বা কালো রং এই দিনের জন্য শুভ।

দশমী তিথি রবিবার, লাল ও গোলাপি রং রবিবারের জন্য শুভ।

কোন রাশি বা কোন লগ্নের জাতক-জাতিকাদের জন্য কোন রং শুভ –

মেষ- মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য লাল এবং হলুদ রং শুভ।

বৃষ– সাদা, গোলাপি, এবং নীল রং বৃষ রাশির জন্য শুভ।

মিথুন– মিথুন রাশির ব্যক্তিদের জন্য সবুজ এবং নীল রং শুভ ।

কর্কট– সাদা, রূপালী, হলুদ এবং লাল রং কর্কট রাশির লোকেদের জন্য শুভ।

সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা লাল এবং হলুদ রং পরতে পারেন।

কন্যা– সবুজ ও হালকা নীল রং কন্যা রাশির জন্য শুভ।

তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা গোলাপি এবং নীল রং শুভ।

বৃশ্চিক– লাল এবং হলুদ রং বৃশ্চিক রাশির জন্য শুভ।

ধনু– ধনু রাশির লোকেরা লাল এবং হলুদ রং পরতে পারেন।

মকর এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারা মেতে উঠুন নীল, সবুজ এবং গোলাপি রঙে।

মীন রাশির জন্য লাল এবং হলুদ রং শুভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement