Durga Puja 2021

Durga Puja 2021: শুক্রবার বিজয়া দশমী, জেনে নিন নির্ঘণ্ট

আগামী ১৫ অক্টোবর, ২৮ আশ্বিন, শুক্রবার শ্রী শ্রী বিজয়া দশমী। কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা। শ্রী শ্রী দুর্গাদেবীর দোলায় গমন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ০৮:০৯
Share:

ফাইল চিত্র।

আগামী ১৫ অক্টোবর, ২৮ আশ্বিন, শুক্রবার শ্রী শ্রী বিজয়া দশমী। কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা। শ্রী শ্রী দুর্গাদেবীর দোলায় গমন।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

দশমী তিথি আরম্ভ–

Advertisement

বাংলা– ২৭ আশ্বিন, বৃহস্পতিবার।

ইংরেজি– ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– সন্ধ্যা ৬টা ৫৪ মিনিট।

দশমী তিথি শেষ–

বাংলা– ২৮ আশ্বিন, শুক্রবার।

ইংরেজি– ১৫ অক্টোবর, শুক্রবার।

সময়– সন্ধ্যা ৬টা ০৩ মিনিট।

সকাল ৯টা ২৭ মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ০৮ টা ২৯ মিনিট মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা। শ্রী শ্রী বিজয়া দশমী কৃত্য, কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

দশমী তিথি আরম্ভ–

বাংলা– ২৭ আশ্বিন, বৃহস্পতিবার।

ইংরেজি– ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– রাত ৯টা ৫০ মিনিট ৪৪ সেকেন্ড।

দশমী তিথি শেষ–

বাংলা– ২৮ আশ্বিন, শুক্রবার।

ইংরেজি- ১৫ অক্টোবর, শুক্রবার।

সময়– রাত ৮টা ২০ মিনিট ১০ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯টা ২৬ মিনিট ৫৪ সেকেন্ড মধ্যে দ্ব্যাত্মক চরলগ্নে ও চর নবাংশে কিন্তু বারবেলানুরোধে ৮টা ২৯ মিনিট ১৩ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিতপুজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement