PF

ই-ওয়ালেটেই পিএফ-পাওনা

কেন্দ্রীয় শ্রম সচিব সুমিতা দেওরার দাবি, পিএফ এবং কর্মী রাজ্য বিমা (ইএসআই) প্রকল্পে দাবির টাকা পাওয়া যেতে পারে ই-ওয়ালেট মারফতও। তা নিয়ে কথা চলছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৩
Share:

এখন আলোচনা চলছে কী করে টাকা ওয়েলেটে দেওয়া যায়, তা নিয়ে। —প্রতীকী চিত্র।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকা যেমন যে কোনও সময় এটিএম থেকে সরাসরি তোলা যায়, আগামী বছর থেকে সেই সুবিধা কর্মী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) পাওনা টাকা তোলার ক্ষেত্রেও চালু হতে চলেছে বলে সম্প্রতি জানিয়েছে কেন্দ্র। এ বার কেন্দ্রীয় শ্রম সচিব সুমিতা দেওরার দাবি, পিএফ এবং কর্মী রাজ্য বিমা (ইএসআই) প্রকল্পে দাবির টাকা পাওয়া যেতে পারে ই-ওয়ালেট মারফতও। তা নিয়ে কথা চলছে।

Advertisement

বুধবার সংবাদ সংস্থার এক প্রশ্নের উত্তরে দেওরা বলে, প্রত্যেক বিমাকারী বা পিএফ সদস্যই জানতে চান, কী ভাবে আরও দ্রুত পাওনা হাতে পাবেন। বর্তমান নিয়মে এখন ব্যাঙ্কের অ্যাকাউন্টে সেই টাকা যায়। তার পরে তা এটিএম থেকে তোলা যায়। এখন আলোচনা চলছে কী করে টাকা ওয়েলেটে দেওয়া যায়, তা নিয়ে। তাঁর দাবি, ‘‘এ জন্য কিছু না কিছু ব্যবস্থা চালু করা হবে। ইতিমধ্যেই ব্যাঙ্কগুলির সঙ্গে বিষয়টি নিয়ে কথা চলছে। আরবিআই-এর সঙ্গেও কথা হচ্ছে। শীঘ্রই কোনও উপায় বার হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement