—প্রতীকী ছবি।
জল ছাড়া যে কোনও প্রাণী বাঁচতে পারে না, সেই কথা আমাদের সকলেরই জানা। জল আমাদের অতি প্রয়োজনীয় জিনিস। আমাদের শরীরের ৭০ শতাংশ জল দিয়ে তৈরি। তবে জলের যে শুধুমাত্র বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে তা নয়, জ্যোতিষশাস্ত্রেও জলের গুরুত্ব অপরিসীম। জল দিয়ে করা কিছু টোটকা এক নিমেষে আমাদের জীবন বদলে দিতে পারে।
টোটকা
১) বাড়িতে কোনও অতিথি এলে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁকে এক গ্লাস জল দিন। এতে বাইরের ঋণাত্মক শক্তি ঘরে ছড়িয়ে পড়তে পারবে না।
২) কখনও কারও বাড়িতে জল পান করলে অবশ্যই পুরো জলটা পান করবেন। অনেকেই আছেন যাঁরা কিছুটা জল গ্লাসে রেখে দেন। এই রকম করা একেবারেই উচিত নয়। যতটা জল পান করতে পারবেন ততটাই নেবেন।
৩) বাড়িতে যদি নিত্য দিন ঝগড়াঝাঁটি লেগে থাকে, সেই ক্ষেত্রে একটা পাত্রে কিছুটা জল নিয়ে, জলটা হতে রেখে গায়ত্রী মন্ত্র জপ করুন ২১ বার। এর পর জলটা গোটা বাড়িতে ছড়িয়ে দিন।
৪) আর্থিক উন্নতির জন্য ঘরের উত্তর-পূর্ব কোণে একটা পাত্রে জল ভর্তি করে রেখে দিন, মাঝে মাঝে সেই জলটা বদলে ফেলতে হবে।
৫) বাড়িতে খুব বেশি জল অপচয় করতে নেই। বাড়ির কল যেন সব সময় ঠিকঠাক থাকে, সে দিকেও নজর দিন। নষ্ট হওয়া জলের কল দ্রুত বদলে ফেলতে হবে।
৬) খাওয়ার সময় জল পান করার জন্য অবশ্যই গ্লাস ব্যবহার করুন। খেতে বসলে সব সময় জলের গ্লাস রাখুন নিজের ডান দিকে। এতে শুভ ফল পাবেন।
৭) খেতে বসার আগে জল পান করে নিন। খেতে খেতে জল খাওয়া বা খেয়ে উঠেই জল খাওয়া উচিত নয়।