Astrological Tips

বাড়িতে নুন শেষ হয়ে গিয়েছে বলে পাশের বাড়ি থেকে নুন চেয়ে এনেছেন? এই কাজ করা কি ঠিক?

এমন কিছু জিনিস রয়েছে যা বিনামূল্যে অন্যের কাছ থেকে নিলে জীবনে নামতে পারে চরম বিপদ। সেই জিনিসগুলি কী কী?

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ০৭:০৫
Share:

—প্রতীকী ছবি।

আমরা অনেকের কাছ থেকেই নানা জিনিস নিয়ে থাকি। অনেক সময় প্রয়োজনে নিয়ে থাকি, আবার অনেক সময় শখে। কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যা বিনামূল্যে অন্যের কাছ থেকে নিলেই জীবনে নামতে পারে চরম বিপদ। এমন অনেক জিনিস রয়েছে যা বিনামূল্যে অন্যের কাছ থেকে নিলে শনিদেব রুষ্ট হন।

Advertisement

দেখে নেব কী কী জিনিস অন্যের কাছ থেকে নিতে নেই:

তেল: তেল কখনও কারও কাছ থেকে নিতেও নেই, আবার তেল কাউকে বিনামূল্যে দিতেও নেই। তেলের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। তাই বিনামূল্যে কারও কাছ থেকে তেল নেওয়া বা দেওয়া একেবারেই উচিত নয়। এতে দারিদ্র বৃদ্ধি পায়।

Advertisement

সুচ: বিনামূল্যে সুচ কখনও কারও কাছ থেকে নিতে নেই। এর ফলে শনিদেব রুষ্ট হন এবং জীবনে নেমে আসতে পারে নানা বিপর্যয়।

লোহা: লোহার জিনিস কোনও ভাবেই কাউকে বিনামূল্যে দিতেও নেই এবং নিতেও নেই। এতে জীবনে চরম ক্ষতি হয়ে যেতে পারে। এ ছাড়া শনিবার লোহার তৈরি জিনিস কেনা উচিত নয়।

নুন: কখনও কারও কাছ থেকে বিনামূল্যে নুন নিতে নেই। যদি নুন নেওয়ার খুব বেশি প্রয়োজন হয়, তা হলে সেটির বিনিময়ে কিছু দিয়ে তার পরেই নুন নেবেন। এ ছাড়া কারও হাতে কখনও সরাসরি নুন দেবেন না।

ঝাঁটা: ঝাঁটা কখনওই কারও কাছ থেকে বিনামূল্যে নেবেন না। এতে লক্ষ্মী গৃহত্যাগ করেন। ঝাঁটার সঙ্গে দেবী লক্ষ্মীর সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। বিনামূল্যে ঝাঁটা নিলে বা দিলে জীবনে আর্থিক অবনতি আসে।

পেন: নিজের ব্যবহার করা পেন কখনও অন্যকে দিতে নেই। বিশেষ প্রয়োজনে পেন যদি দিয়েও থাকেন, তা হলে সেটি যত তাড়াতাড়ি সম্ভব ফেরত নিয়ে নিন।

ঘড়ি: বিনামূল্যে অন্যকে ঘড়ি দেওয়া বা অন্যের থেকে ঘড়ি নেওয়া একেবারেই উচিত নয়। কারণ এতে আপনার জীবনের ভাল বা খারাপ যাই হোক, সেই সময় অন্যের কাছে চলে যায়। জীবনের উপরেও এটির খারাপ প্রভাব পরে।

রুমাল: যত প্রয়োজনই হোক না কেন, রুমাল কখনও অন্যের কাছ থেকে নিতে নেই। এতে সেই ব্যক্তির সঙ্গে ঝামেলার সৃষ্টি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement