—প্রতীকী ছবি।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি, অর্থাৎ ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি হল রাধাষ্টমী। এই শুভ দিনটি শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রীরাধার পবিত্র জন্মতিথি। শ্রীরাধার জন্মস্থান হল মথুরার বারসনা। ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে রাজা বৃষভানু এবং তাঁর স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোল আলো করে শ্রীরাধা তাঁদের ঘরে এসেছিলেন। রাধাষ্টমী বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে উল্লেখযোগ্য একটি দিন। পবিত্র রাধাষ্টমী পালন করলে সকল মনোবাসনা পূরণ হয়। আগামী ১১ সেপ্টেম্বর, বুধবার শ্রীশ্রী রাধাষ্টমী।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
অষ্টমী তিথি আরম্ভ–
বাংলা– ২৫ ভাদ্র, মঙ্গলবার।
ইংরেজি– ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার।
সময়– রাত ১১টা ১৪ মিনিট।
অষ্টমী তিথি শেষ–
বাংলা– ২৬ ভাদ্র, বুধবার।
ইংরেজি– ১১ সেপ্টেম্বর, বুধবার।
সময়– রাত ১১টা ৪৭ মিনিট।
শ্রীশ্রী রাধারানি দেবীর শুভ আবির্ভাব তিথি, শ্রীশ্রী রাধাষ্টমী এবং দূর্বাষ্টমী ব্রত।
গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে-
অষ্টমী তিথি আরম্ভ–
বাংলা– ২৪ ভাদ্র, মঙ্গলবার।
ইংরেজি– ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার।
সময়– রাত ৬টা ২৫ মিনিট ৩৬ সেকেন্ড।
অষ্টমী তিথি শেষ–
বাংলা– ২৫ ভাদ্র, বুধবার।
ইংরেজি– ১১ সেপ্টেম্বর, বুধবার।
সময়– রাত ৬টা ২৬ মিনিট ৪৬ সেকেন্ড।
দূর্বাষ্টমী ব্রত, শ্রীশ্রী রাধাষ্টমী ব্রত।