—প্রতীকী ছবি।
কৌশিকী অমাবস্যা হল অশুভ শক্তি বিনাশের তিথি। ব্রহ্মার বর প্রাপ্তির পর অসুর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারের মাত্রা বেড়ে যায়। শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে ত্রিলোক অশান্ত হয়ে পড়ে। অত্যাচারে অতিষ্ঠ এবং ভীত হয়ে দেবতারা অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকে শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতীর শরণাপন্ন হন। দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর এক দেবী, দেবী কৌশিকী। এই অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি প্রতিস্থাপন করেন। তন্ত্রশাস্ত্র মতে তন্ত্রসাধনার ক্ষেত্রে কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে
অমাবস্যা তিথি শুরু—
বাংলা- ১৬ ভাদ্র, রবিবার
ইংরেজি ১ সেপ্টেম্বর ,রবিবার
সময়: ভোর ৫টা ২৩ মিনিট।
১৭ ভাদ্র, ২ সেপ্টেম্বর, সোমবার অহোরাত্র অমাবস্যা।
অমাবস্যা তিথি শেষ—
বাংলা ১৮ ভাদ্র, মঙ্গলবার
ইংরেজি ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার
সময়: সকাল ৭টা ২৬ মিনিট
গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে—
অমাবস্যা তিথি শুরু—
বাংলা ১৫ ভাদ্র, রবিবার
ইংরেজি ১ সেপ্টেম্বর, রবিবার
সময়: ভোর ৫টা ৫ মিনিট ৫২ সেকেন্ড।
১৬ ভাদ্র, ২ সেপ্টেম্বর, সোমবার অহোরাত্র অমাবস্যা।
অমাবস্যা তিথি শেষ—
বাংলা ১৭ ভাদ্র, মঙ্গলবার
ইংরেজি ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার
সময়: সকাল ৬টা ২৯ মিনিট ৫৮ সেকেন্ড।