Bhaiphonta 2024 timing

রবিবার ভাইফোঁটা, দ্বিতীয়া কখন শুরু হচ্ছে?

ভাইয়ের কপালে মঙ্গলফোঁটা দানের পর আশীর্বাদ, শুভেচ্ছা এবং উপহার বিনিময় দ্বারা এই উৎসবে ভাইবোনের সম্পর্কের মধুরতা পায়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ০৮:৪৮
Share:

—প্রতীকী ছবি।

ভাইয়ের দীর্ঘায়ু কামনা এবং ভাইবোনের ভালবাসার সম্পর্ক দৃঢ় করার উৎসব হল ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া।

Advertisement

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’ উচ্চারণে বোনেরা ভাইয়ের কপালে মঙ্গলটিকা বা ফোঁটা দেন। এর পর ভাইকে মিষ্টিমুখ করানো এবং প্রীতি উপহার বিনিময় করা হল এই উৎসবের রীতি। ভ্রাতৃদ্বিতীয়া ভাইবোনের সম্পর্ক দৃঢ় করার উৎসব।

হিন্দুশাস্ত্র মতে নরকাসুরকে বধ করে ফেরার পর শ্রীকৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে ফোঁটা নেন এই দ্বিতীয়া তিথিতে। শ্রীকৃষ্ণের কপালে জয়টিকা পরিয়ে মিষ্টি খেতে দিয়েছিলেন সুভদ্রা। সেই থেকেই সম্ভবত ভাইফোঁটার প্রচলন। ভাইয়ের কপালে মঙ্গলফোঁটা দানের পর আশীর্বাদ, শুভেচ্ছা এবং উপহার বিনিময় দ্বারা এই উৎসবে ভাইবোনের সম্পর্কের মধুরতা পায়।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

দ্বিতীয়া তিথি শুরু–

বাংলা– ১৬ কার্তিক, শনিবার।

ইংরেজি– ২ নভেম্বর, শনিবার।

সময়– রাত ৮টা ২৩ মিনিট।

দ্বিতীয়া তিথি শেষ–

বাংলা– ১৭ কার্তিক, রবিবার।

ইংরেজি– ৩ নভেম্বর, রবিবার।

সময়– রাত ১০টা ৬ মিনিট।

গুপ্তপ্রেশ পঞ্জিকা অনুসারে -

দ্বিতীয়া তিথি শুরু –

বাংলা– ১৬ কার্তিক, শনিবার।

ইংরেজি– ২ নভেম্বর, শনিবার।

সময়– সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ড।

দ্বিতীয়া তিথি শেষ –

বাংলা– ১৭ কার্তিক, রবিবার।

ইংরেজি– ৩ নভেম্বর, রবিবার।

সময়– রাত ৮টা ১৫ মিনিট ১২ সেকেন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement