—প্রতীকী ছবি।
দীপান্বিতা অমাবস্যা তিথিতে অনেক পরিবারে লক্ষ্মীপুজো করা হয়। সেই দিনই লক্ষ্মীপুজো করার আগে অলক্ষ্মী বিদায় পর্ব পালন করা হয়। নিয়ম অনুযায়ী এই দিন লক্ষ্মীদেবীকে ঘরে আসতে বলার আগে ঘর থেকে অলক্ষ্মী বিদায় করা হয়। তার পর লক্ষ্মীদেবীর পুজো করা হয়। তবে আজকের দিনে এই প্রথা খুব কম বাড়িতেই প্রচলিত আছে।
অলক্ষ্মী বিদায় কী ভাবে করতে হয়?
লক্ষ্মীপুজোর ঠিক আগের মুহূর্তে একটা কলার পেটো ছোট করে কেটে নিন। তার উপর কিছুটা গোবর দিয়ে একটা পুতুলের আকৃতি তৈরি করুন। তার পর বাঁ হাত দিয়ে যে কোনও নীল রঙের ফুল দিয়ে তাকে পুজো করুন, এবং সেই কলার পেটো সমেত পুতুলটা বাড়ির বাস্তুভূমির বাইরে রেখে আসুন। যখন বাস্তুভূমির বাইরে রাখতে যাবেন, তখন যে নিয়ে যাবে তাঁর পেছনে একজনকে কুলো বাজাতে বাজাতে যেতে হবে। এই কাজটা হয়ে গেলে হাত-পা ভাল করে ধুয়ে, নিয়মমতো মা লক্ষ্মীদেবীর পুজো সম্পন্ন করুন। অলক্ষ্মী বিদায় নিজেরাও করা যায়, আবার পুরোহিত দিয়েও করানো যায়।
এই দিন বাড়িতে কী কী করতে নেই:
১) এই দিন বাড়িতে কোনও পরিস্থিতিতেই ঝগড়া করা যাবে না।
২) এই দিন খুব ঝালমশলা দেওয়া খাবার বাড়িতে রান্না করবেন না।
৩) বাড়িতে এই দিন অবশ্যই নিরামিষ রান্না করুন।
৪) লক্ষ্মীদেবীর সঙ্গে যুক্ত কোনও জিনিস এই দিন বাড়ি থেকে কাউকে দেবেন না।
৫) অলক্ষ্মী বিদায়ের আগে বাড়ির যত ময়লা, আবর্জনা, ভাঙা জিনিসপত্র সব পরিষ্কার করে ফেলতে হবে।
টোটকা:
এই দিন বাড়ির সদর দরজায় সাতটা লঙ্কা এবং তিনটে লেবু দিয়ে মালা বানিয়ে ঝুলিয়ে দিন। কারণ, অলক্ষ্মী টকঝাল জাতীয় খাবার খুব পছন্দ করে। তাই বাড়ির সদর দরজায় যদি লেবু-লঙ্কা ঝোলানো হয়, তা হলে অলক্ষ্মী বাইরেই থেকে যায়। আর মা লক্ষ্মী সব সময় ঘরে থেকে যায়।