Lakshmi Puja 2024

মা দুর্গার বিদায়ের শেষে এ বার দেবী লক্ষ্মীকে ঘরে আনার পালা, পূর্ণিমা কখন শুরু ও শেষ?

এই তিথিতে যাঁরা রাত জেগে দেবীর আরাধনা করেন এবং দেবীর আগমনের অপেক্ষায় থাকেন, তাঁরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ১১:২৬
Share:

—প্রতীকী ছবি।

কোজাগরী শব্দের উৎপত্তি ‘কো জাগতি’ থেকে। যার অর্থ, ‘কে জেগে আছো’। কথিত আছে, কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্ত্যে আসেন তাঁর ভক্তদের আশীর্বাদ করতে। দেবী লক্ষ্মী পার্থিব এবং অপার্থিব সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। এই তিথিতে যাঁরা রাত জেগে দেবীর আরাধনা করেন এবং দেবীর আগমনের অপেক্ষায় থাকেন, তাঁরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান। আগামী ১৬ অক্টোবর, বুধবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে -

পূর্ণিমা তিথি আরম্ভ–

Advertisement

বাংলা– ৩০ আশ্বিন, বুধবার।

ইংরেজি– ১৬ অক্টোবর, বুধবার।

সময়– রাত ৮টা ৪২ মিনিট।

রাত ৮টা ৪১ মিনিট গতে শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা।

পূর্ণিমা তিথি শেষ–

বাংলা– ৩১ আশ্বিন, বৃহস্পতিবার।

ইংরেজি– ১৭ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– বিকেল ৪টে ৫৬ মিনিট।

গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে -

পূর্ণিমা তিথি আরম্ভ –

বাংলা– ২৯ আশ্বিন, বুধবার।

ইংরেজি– ১৬ অক্টোবর, বুধবার।

সময়– রাত ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ড।

রাত ৭টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ড গতে শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা।

পূর্ণিমা তিথি শেষ –

বাংলা– ৩০ আশ্বিন, বৃহস্পতিবার।

ইংরেজি– ১৭ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– সন্ধ্যা ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement