রাস্তায় টাকাপয়সা কুড়িয়ে পেলে কী করবেন? ছবি: সংগৃহীত।
টাকা ছাড়া পৃথিবী অচল। কম-বেশি সকলেই চান অনেক টাকা উপার্জন করতে। কেমন হবে যদি হঠাৎ আপনার হাতে অর্থ আসে? অর্থের ক্ষেত্রে একটি ঘটনা প্রায়ই আমাদের সঙ্গে ঘটে। মাঝেমাঝেই অনেকে রাস্তাঘাটে টাকাপয়সা কুড়িয়ে পান। তখন তাঁরা টাকাটা নিতে দ্বিধাবোধ করেন। জ্যোতিষশাস্ত্রে রয়েছে এর উত্তর। জ্যোতিষ মতে, রাস্তাঘাটে হঠাৎ টাকা কুড়িয়ে পাওয়া আপনার জন্য খুব শুভ। এতে মা লক্ষ্মী সদয় হন আপনার উপর। আপনি যে কাজই করুন না কেন, তাতে সাফল্য আসবে এবং আপনার আর্থিক উন্নতি ঘটবে।
টাকার পরিমাণ যা-ই হোক, বেশি বা কম রাস্তায় টাকাপয়সা কুড়িয়ে পেলে কী করা উচিত এবং কী করা উচিত নয়?
১) কখনও রাস্তায় পরে থাকা টাকাপয়সা যদি কুড়িয়ে পান, তা হলে এটি খুব শুভ সঙ্কেত আপনার জন্য। কারণ ভারতীয় মতে টাকা লক্ষ্মীদেবীর আর এক রূপ। তাই হঠাৎ যদি কখনও রাস্তায় টাকা কুড়িয়ে পান, তা হলে জানবেন মা লক্ষ্মী কৃপা করেছেন আপনার উপর।
২) জীবনে নতুন কিছু কাজ শুরু করার আগে যদি হঠাৎ টাকাপয়সা কুড়িয়ে পান, তা হলে জানতে হবে, সেই কার্যে সাফল্য আসবেই।
৩) খুব সকালে বা ভোর বেলা যদি টাকা কুড়িয়ে পান, তা হলে জানতে হবে, আপনার সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হতে চলেছে।
মনে রাখবেন, টাকাপয়সা কুড়িয়ে পেলে কোনও ভাবেই তা দান করবেন না। মা লক্ষ্মীদেবীর আশির্বাদস্বরূপ টাকাটা নিজের কাছে রেখে দিন এবং সেই টাকা গঙ্গা জলে ধুয়ে ঠাকুরের আসনে রেখে নিত্য পুজো করুন। ধীরে ধীরে বুঝতে পারবেন, ভাগ্য কতটা আপনার উপর সুপ্রসন্ন হয়েছে এবং জীবন কতটা বদল এসেছে।