গ্রহ-নক্ষত্রের প্রভাবে কর্মক্ষেত্রে নানা বাধার সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত।
কর্মক্ষেত্রে কম-বেশি সকলকেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময়ে সব কাজ ঠিকঠাক করেও, কোনও না কোনও ত্রুটি থেকে যায়। আবার কেউ কেউ অধিক পরিশ্রম করেও ভাল ফল পান না। পদোন্নতির ক্ষেত্রেও নানা রকম বাধা আসে। এর ফলে অনেকেই হতাশায় ভোগেন। কর্মক্ষেত্রে শুভ না অশুভ ফল প্রাপ্ত হবে, তা নির্ভর করে গ্রহ-নক্ষত্রের উপর। জ্যোতিষশাস্ত্রে এমন কয়েকটি কারণের উল্লেখ আছে, যার ফলে কর্মক্ষেত্রে নানা বাধার সৃষ্টি হয়।
চাকরি সংক্রান্ত বিচারের ক্ষেত্রে লগ্ন, লগ্নপতি, দশম স্থান, দশম পতি, ষষ্ঠস্থান, ষষ্ঠপতির বিচার খুবই গুরুত্বপূর্ণ।
লগ্নপতি বা দশম পতি ষষ্ঠ ক্ষেত্রে অবস্থান করলে জাতক- জাতিকা চাকরি দ্বারা জীবন নির্বাহ করেন।
শনি গ্রহ কর্মের কারক। শনি গ্রহ অশুভ হলে চাকরি পাওয়ায় সমস্যা এবং চাকরি ক্ষেত্রে বিভিন্ন সমস্যয় ভুগতে হতে পারে।
লগ্নপতি বা দশম পতি যে গ্রহ ষষ্ঠে অবস্থান করছে, ওই গ্রহের সহিত ষষ্ঠপতির সুসম্পর্ক না হলে কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হয়।
দশম ক্ষেত্রে অশুভ গ্রহের অবস্থান বা দশম ক্ষেত্রের সহিত অশুভ গ্রহের দৃষ্টি সম্পর্ক হলে কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হয়।
দশম ক্ষেত্র অধিপতির অষ্টম স্থানে অবস্থান কর্মক্ষেত্রের জন্য শুভ নয়।
ষষ্ঠ ক্ষেত্রে কোনও শুভ গ্রহ অবস্থান করলে তার সহিত অশুভ গ্রহের দৃষ্টি সম্পর্ক তৈরি হওয়া কর্মক্ষেত্রের জন্য শুভ নয়।
এ বিষয়ের প্রতিকার করতে সূক্ষ্ম বিচার প্রয়োজন, যা একমাত্র জ্ঞানী এবং অভিজ্ঞ জ্যোতিষীই করতে পারেন। তাই কর্মে উন্নতির জন্য জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন।