Astrological Tips

রোগ-ঋণ-শত্রু সংক্রান্ত বিষয়ে কোন রাশি শুভ, কোন রাশি অশুভ ফল পাবে

কোন রাষির মানুষ কেমন থাকবেন? কী ক্ষেত্রে শুভ হবে তাঁদের? কোন ক্ষেত্রে অশুভ হওয়ার আশঙ্কা?

Advertisement

সুপ্রিয় মিত্র

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৩
Share:

রোগ, ঋণ, শত্রু নিয়ে ভাবছেন? ছবি-প্রতীকী

মেষ রাশিতে রাহুর অবস্থান শারীরিক ক্ষেত্রে খুব শুভ বলা যায় না। শারীরিক সমস্যার সঙ্গে মানসিক সমস্যা, উত্তেজনা, হতাশা সমস্যা দেবে। ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্র মধ্যম।

Advertisement

বৃষ রাশিতে মঙ্গলের অবস্থান রাশি অধিপতির অবস্থান রবির সহিত, শারীরিক ক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। ঋণ, শত্রু, প্রতিযোগিতার ক্ষেত্র তুলনামূলক শুভ।

মিথুন রাশির শারীরিক ক্ষেত্র শুভ। অর্থাৎ, রোগ সংক্রান্ত বিষয়ে সমস্যার আশঙ্কা কম। ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা প্রতিদ্বন্ধিতার ক্ষেত্রও শুভ।

Advertisement

কর্কট রাশির শারীরিক ক্ষেত্র অর্থাৎ, রোগ সংক্রান্ত বিষয়ে সামান্য সমস্যা থাকলেও খুব ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই। ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা প্রতিদ্বন্ধিতার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্ত হবে।

সিংহ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান, দৃষ্টি সম্পর্ক রাহুর সহিত, তাপ সংক্রান্ত বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। ঋণ শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্র মধ্যম।

কন্যা রাশির শারীরিক ক্ষেত্রে অর্থাৎ, রোগ সংক্রান্ত ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। ঋণ শত্রু প্রতিযোগিতার ক্ষেত্র মধ্যম।

তুলা রাশিতে কেতুর অবস্থান, রাশি অধিপতির অবস্থান রবির সহিত শারীরিক বা রোগ সংক্রান্ত ক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রেও খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

বৃশ্চিক রাশির শারীরিক ক্ষেত্র শুভ, অর্থাৎ রোগ সংক্রান্ত বিষয়ে সমস্যা সৃষ্ট করবে না। ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রও শুভ।

ধনু রাশির ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান শারীরিক ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে সমস্যার সৃষ্টির সম্ভাবনা কম। ঋণ, শত্রুর ক্ষেত্র শুভ। প্রতিযোগিতা প্রতিদ্বন্ধিতার ক্ষেত্র খুবই শুভ।

মকর রাশির রাশি অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান, রোগের ক্ষেত্রে শুভফল দান করলেও ঋণ, শত্রু প্রতিযোগিতার ক্ষেত্র মধ্যম।

কুম্ভ রাশির শারীরিক বা রোগের ক্ষেত্র শুভ। ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা ক্ষেত্র খুবই শুভ।

মীন রাশির শারীরিক বা রোগের ক্ষেত্র মধ্যম। ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা প্রতিদ্বন্ধিতার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ খুবই শুভ। দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement