Finance

Finances: গ্রহের অবস্থান অনুযায়ী কোন রাশির আয়ের ক্ষেত্র শুভ, কোন রাশির অশুভ

কর্কট রাশির আয়ক্ষেত্রে মঙ্গলের অবস্থান। আয়ের ক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। আর অন্য রাশির ক্ষেত্রে?

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১১:২৬
Share:

কোন রাশি আয়ক্ষেত্রে সুফল পাবে? ছবি-প্রতীকী

মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান। মেষ রাশির আয়ক্ষেত্রে শুভফল দান করবে।

Advertisement

বৃষ রাশির আয়ক্ষেত্র অধিপতি নিজক্ষেত্রে অবস্থান করছে। বৃষ রাশি আয়ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হবে।

মিথুন রাশির আয়ক্ষেত্রে রাহুর অবস্থান। আয়ের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। আয় সংক্রান্ত ক্ষেত্রে মানসিক অশান্তি থাকবে।

Advertisement

কর্কট রাশির আয়ক্ষেত্রে মঙ্গলের অবস্থান। আয়ের ক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

সিংহ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান এবং বৃহস্পতির সহিত দৃষ্টি সম্পর্ক আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে।

কন্যা রাশির আয়ক্ষেত্রের সহিত শনি এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে।

তুলা রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান, সহাবস্থান শুক্রের। তুলা রাশির আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা মাসের প্রথম অর্ধে। মাসের দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন ঘটবে।

বৃশ্চিক রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান, বৃহস্পতির সহিত দৃষ্টি সম্পর্ক আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে।

ধনু রাশির আয়ের ক্ষেত্রে কেতুর অবস্থান, শনির সহিত দৃষ্টি সম্পর্ক। আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

মকর রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক এবং বৃহস্পতির সহিত দৃষ্টি সম্পর্ক, আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে।

কুম্ভ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান। কুম্ভ রাশির আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হবে।

মীন রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান, মীন রাশির আয়ের ক্ষেত্র শুভ ফল দান করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement