Numerological Prediction

সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন ব্যক্তিরা যে কোনও কাজ খুব ভেবেচিন্তে করেন?

এই সকল ব্যক্তি এতটাই ভেবেচিন্তে কাজ করেন যে, যে কোনও কাজ শুরু করার আগেই ওই কাজ করে সফলতা আসবে, না কি ব্যর্থ হবেন সেটি তাঁরা বেশির ভাগ ক্ষেত্রেই বুঝতে পারেন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ০৭:০৭
Share:

—প্রতীকী ছবি।

আমরা প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু কাজ করি। যে কোনও কাজ করার আগেই সেই কাজের বিষয়ে আমাদের নানা চিন্তা করতেই হয়। চিন্তাভাবনা করে কাজ করলে যে সব সময়ই সফলতা আসে সে রকমটা নয়, ব্যর্থও হতেই পারেন। কিছু কিছু মানুষ এমনও আছেন, যাঁরা অধিকাংশ চিন্তাভাবনার সফল রূপ দিতে পারেন বা বাস্তবায়তি করতে পারেন।

Advertisement

এই সকল ব্যক্তি এতটাই ভেবেচিন্তে কাজ করেন যে, যে কোনও কাজ শুরু করার আগেই ওই কাজ করে সফলতা আসবে, না কি ব্যর্থ হবেন সেটি তাঁরা বেশির ভাগ ক্ষেত্রেই বুঝতে পারেন।

কোন ব্যক্তিরা খুব ভেবেচিন্তে কাজ করেন ?

Advertisement

কারা খুব ভেবেচিন্তে কাজ করেন, সেটি বিভিন্ন শাস্ত্রের সাহায্যে জানা সম্ভব হলেও, সংখ্যাতত্ত্বের সাহায্যে অনেক সহজেই এটি বিশ্লেষণ করা যায়।

জন্মতারিখ এবং জন্মসময় কারও পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। জ্যোতিষশাস্ত্রে জন্মসময়ে গ্রহের অবস্থান অনুযায়ী ভবিষ্যদ্বাণী করা হয়। সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্মতারিখ, অর্থাৎ জন্মদিন, মাস এবং বছর দেখে নির্দিষ্ট ব্যক্তি সম্বন্ধে অনেক গোপন তথ্য বলে দেওয়া যায়।

নির্দিষ্ট মানুষের জন্মতারিখে (দিন, মাস এবং বছর) ৮ সংখ্যা , ৪ সংখ্যা, এবং ৩ সংখ্যা উপস্থিত থাকলে সংখ্যাতত্ত্ব মতে নির্দিষ্ট ব্যক্তিরা খুব চিন্তাভাবনা করে যে কোনও কাজ করেন। এই ক্ষেত্রে জন্মতারিখ, অর্থাৎ দিন, মাস এবং বছরের যোগফলকে এক অঙ্কে পরিবর্তন করে এবং নাম (পদবি-সহ) এক অঙ্কে পরিবর্তন করে ওই সংখ্যাও ব্যবহার করা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement