Pension Scheme

ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন স্কিম কী ভাবে বয়স্কদের সাহায্য করছে?

গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে ‘ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী প্রবীণদের আর্থিক সহায়তা নিশ্চিত করছে। এর জন্য ভারত সরকারের ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন স্কিম বাস্তবায়ন করছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৭:০৭
Share:

চিত্র: সংগৃহীত (প্রতীকী চিত্র)

‘ন্যাশনাল সোশ্যাল অ্যাসিসট্যান্স প্রোগ্রাম’ (এনএসএপি) একটি কল্যাণমূলক কর্মসূচি, যা পরিচালনা করে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। গ্রামাঞ্চলের পাশাপাশি শহর এলাকাতেও এই কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে ‘ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী প্রবীণদের আর্থিক সহায়তা নিশ্চিত করছে। এর জন্য ভারত সরকারের ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন স্কিম বাস্তবায়ন করছে তারা।

Advertisement

যাঁরা জীবিকা নির্বাহ করতে অক্ষম, তাঁদের জন্য প্রকল্পটি কার্যকর করা হয়েছে। যাঁদের নিজের আয়ের উৎস থেকে বা পরিবারের সদস্যদের বা অন্যান্য উৎস থেকে আর্থিক সহায়তার মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ খুব কম বা নেই বললেই চলে, এমন প্রবীণদের ক্ষেত্রে এই স্কিমটি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে।

কারা কারা এই স্কিমের সুবিধা পেতে পারেন?

Advertisement

আবেদনকারীর বয়স ৬০ বছরের বেশি হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই দারিদ্র্যসীমার নীচে থাকতে হবে।

স্কিমের অধীনে, ৬০-৬৪ বছর বয়সী দারিদ্র্যসীমার নিচে থাকা ব্যক্তিরা ২০০ টাকার মাসিক পেনশন পাবেন। ৬০-৭৯ বছর বয়সীরা ৬০০ টাকা মাসিক পেনশন পাবেন।

কী ভাবে আবেদন করতে হবে?

আবেদনকারীকে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র-সহ আবেদনপত্র জমা দিতে হবে গ্রাম পঞ্চায়েত/জনপদ পঞ্চায়েত, নগর নিগম/নগর পঞ্চায়েত/নগর পরিষদের অফিসে।

এই প্রতিবেদনটি ‘টাকা টক্‌’ ফিচারের অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement