—প্রতীকী ছবি।
আমরা ঘুমনোর সময় নানা জিনিস নিয়ে স্বপ্ন দেখি। এই প্রত্যেকটা জিনিসের স্বপ্ন দেখার আলাদা আলদা অর্থ রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে এক একটা জিনিসের স্বপ্নের এক একটা অর্থ হয়। স্বপ্নে আমরা প্রচুর জিনিস দেখে থাকি। এগুলির মধ্যে কোন স্বপ্ন দেখার কী অর্থ সংক্ষেপে জেনে নিন।
ভগবানের স্বপ্ন— ভগবানের স্বপ্ন দেখলে জানবেন আপনার জীবনে কোনও না কোনও পরিবর্তন আসতে চলেছে।
মাছ— স্বপ্নে মাছ দেখাকে সৌভাগ্যের লক্ষণ হিসাবে মানা হয়। আর মাছ ধরা দেখার অর্থ, আপনার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু মাছ যদি হাত থেকে পিছলে গিয়েছে দেখেন, তা হলে জানতে হবে অর্থপ্রাপ্তি হলেও তা আপনার কাছে থাকবে না।
সাপ— সাপের স্বপ্ন দেখার অর্থ, আপনার আশেপাশে প্রচুর শত্রু রয়েছে। এই শত্রুরা আপনার ক্ষতি করতে পারে। কিন্তু সাদা রঙের সাপ দেখা সৌভাগ্য বা বংশবিস্তারের লক্ষণ হতে পারে।
বিয়ে— অন্য কারও বিয়ের স্বপ্ন দেখে থাকলে জানবেন পরিচিত কারও বিয়ের খবর আসতে পারে। নিজের বিয়ের স্বপ্ন যদি দেখেন, তা হলে জানবেন আপনার নিজের বিয়ের সময় আসন্ন।
ফলযুক্ত গাছ— স্বপ্নে ফলে ভরা গাছ দেখলে জানতে হবে আপনার খুব শীঘ্রই অর্থ প্রাপ্তি হবে।
কালো বিড়াল— স্বপ্নে কালো বিড়াল দেখা মানে জীবনে গুরুতর বিপদ ঘটতে চলেছে। বাড়ির কারও শরীর নিয়ে দুশ্চিন্তাও বাড়তে পারে।
শিশু বা বাচ্চা— স্বপ্নে কোনও বাচ্চাকে দেখার অর্থ ভাল নয়। আপনার জীবনে আসন্ন বিপদের সঙ্কেত হতে পারে এটি।
গাধা— স্বপ্নে যদি গাধা দেখেন, তা হলে জানবেন প্রচুর প্রতিকুলতা পেরোতে হলেও আপনি কাজে সফলতা পাবেন।
উট— যদি উটের স্বপ্ন দেখেন, তা হলে জানতে হবে আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।
পাকা আম— স্বপ্নে আম দেখলে জানবেন আপনার পার্থিব সুখস্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে পারে এবং জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ হতে চলেছে।
গরু— স্বপ্নে গরু দেখার অর্থ, আপনি জীবনে প্রচুর ধনসম্পত্তি লাভ করতে চলেছেন।
আয়না— স্বপ্নে আয়না দেখা ভাল নয়। এটিও আপনার জীবনের আসন্ন বিপদের সঙ্কেত দেয়।
আগুন জ্বলতে দেখা— স্বপ্নে আগুন জ্বলতে দেখা বিয়ের লক্ষণ বলে মনে করা হয়।
যুদ্ধ— স্বপ্নে যুদ্ধ হতে দেখলে জানবেন আপনার কোনও সমস্যার সমাধান হতে চলেছে।
বেদানা— বেদানার স্বপ্ন দেখা মানে সন্তান প্রাপ্তি হতে চলেছে।
উপর থেকে পড়ে যাওয়া— এই ধরনের স্বপ্ন দেখলে কোনও কাজে বাধা আসতে চলেছে বোঝায়। কাজটি খারাপ দিকে যেতে পারে সেটিও বোঝায়।
জলে ডুবে যাওয়া— এই ধরনের স্বপ্ন হল বিপদের লক্ষণ।
মৃতদেহ— স্বপ্নে মৃতদেহ দেখার অর্থ নিজের আয়ু বৃদ্ধি পাওয়া।
নিজেকে স্নান করতে দেখা— স্বপ্নে নিজেকে স্নান করতে দেখলে জানবেন কোনও কাজে আপনি সফল হতে চলেছেন।
লাল শাড়ি পরা মেয়ে— লাল শাড়ি পরা কোনও মেয়ের স্বপ্ন দেখলে আপনাকে কোনও গুরুতর অসুখে ভুগতে হতে পারে।