—প্রতীকী ছবি।
ঘর আমরা সাধারণত বাস্তুশাস্ত্র মেনেই সাজিয়ে থাকি, কিন্তু বারান্দা সাজানোর ক্ষেত্রে আমরা সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি না। ঘর সাজানোর সময় ইতিবাচক প্রভাবের ব্যাপারে যেমন নজর দিতে হবে, ঠিক তেমনই বারান্দা সাজানোর সময়ও সেই দিকে নজর দেওয়া জরুরি। বারান্দায় বাস্তুদোষ হওয়ার ফলেও জীবনে খারাপ প্রভাব পড়ে। তাই বাড়ির বারান্দাও বাস্তু নিয়ম মেনে সাজিয়ে তোলা আবশ্যক।
দেখে নেব বাস্তু মতে কী ভাবে বারান্দা সাজাতে হবে:
১) বাড়ির বারান্দা এমন জায়গায় হওয়া উচিত, যেখান থেকে সূর্যের আলো খুব ভাল ভাবে প্রবেশ করতে পারে। উত্তর বা উত্তর-পূর্ব দিকে বাড়ির বারান্দা করতে পারলে খুব ভাল হয়। সবচেয়ে উপযুক্ত উত্তর-পূর্ব দিক, কারণ ওই দিক থেকেই খুব ভাল সূর্যের আলো আসে। বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে বারান্দা করা একেবারেই উপযুক্ত নয়।
২) বারান্দায় গাছ রাখা খুব ভাল। কিন্তু খুব বড় কোনও গাছ বা লতানো কোনও গাছ বারান্দায় রাখতে নেই। ছোট টবে ছোট ছোট রংবেরঙের ফুলগাছ রাখা যেতে পারে।
৩) বারান্দার পূর্ব দিকে তুলসী গাছ এবং উত্তর দিকে মানি প্ল্যান্ট রাখতে পারেন। বারান্দার পূর্ব দিকে তামা দিয়ে তৈরি সূর্যের মতো দেখতে কোনও জিনিস রাখতে পারেন।
৪) বারান্দার মেঝের ঢালু সব সময় উত্তর-পূর্ব দিকে করা উচিত। দক্ষিণ-পশ্চিম দিকে ঢালু হওয়া উচিত নয়। এ ছাড়া বারান্দার মেঝের ঢালু যেন ঘরের মেঝের থেকে নীচু হয় সেই দিকেও নজর রাখতে হবে।
৫) বারান্দার আলো যেন মাঝারি ধরনের হয়, খুব বেশি আলো বা খুব কম আলো রাখবেন না।
৬) বারান্দার দেওয়ালে আকাশি, হালকা গোলাপি, সাদা বা ধূসর রং করা শুভ।
৭) বারান্দায় একটা লাফিং বুদ্ধের মূর্তি রাখতে পারেন। এর ফলে আয়-উন্নতি বৃদ্ধি পায়।
৮) বারান্দায় খুব হালকা জাতীয় আসবাব রাখতে পারেন। বারান্দার দক্ষিণ বা উত্তর দিকে দোলনা ঝোলাতে পারেন।