Haircare Tips

চুলের যত্ন নিচ্ছেন, তবু ফল পাচ্ছেন না? কারণ লুকিয়ে থাকতে পারে আপনার চিরুনিতে

চুলের যত্ন নিলেও যদি চিরুনি পরিষ্কার না থাকে, তবে কখনওই পাবেন না চুলের আশানুরূপ উজ্জ্বলতা। তাহলে উপায়? রইল হদিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২৪ ১৯:২২
Share:

নিয়মিত চিরুনি পরিষ্কার আবশ্যিক। ছবি: সংগৃহীত।

চিরুনি আমাদের নিত্যদিনের অপরিহার্য বস্তুগুলির মধ্যে একটি। নিয়মিত ব্যবহারের কারণে চিরুনিতে ময়লা, ধুলো, চুল, এবং তেল জমে যায়। নোংরা চিরুনি ব্যবহারের ফলে চুল ঝরার সমস্যা দেখা দিতে পারে, এমনকি মাথার ত্বকের উপরিভাগে চর্মরোগের সংক্রমণও হতে পারে। তাই নিয়মিত চিরুনি পরিষ্কার করা গুরুত্বপূর্ণ।

Advertisement

চিরুনি পরিষ্কারের সহজ উপায়:

প্রয়োজনীয় জিনিসপত্র:

Advertisement

হালকা গরম জল

মৃদু শ্যাম্পু বা সাবান

পুরনো দাঁত মাজার ব্রাশ

একটি ছোট পাত্র

পরিষ্কার কাপড়

চিরুনি পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি: সংগৃহীত

পদ্ধতি:

১. প্রথমে চিরুনিতে আটকে থাকা চুলগুলি একটি ছোটো চিরুনি বা হাত দিয়ে

আলাদা করে ফেলতে হবে।

২. একটি ছোট পাত্রে হাল্কা গরম জলে মৃদু শ্যাম্পু বা সাবান মিশিয়ে নিন।

৩. মিশ্রণে ৫-১০ মিনিট চিরুনি ভিজিয়ে রাখতে হবে।

৪. দাঁত মাজার পুরনো ব্রাশ ব্যবহার করে চিরুনির দাঁতগুলি ভালো করে ঘষে

পরিষ্কার করে ফেলতে হবে।

৫. পরিষ্কার জলে চিরুনি ভালো করে ধুয়ে নেওয়া দরকার।

৬. পরিষ্কার কাপড় দিয়ে চিরুনি ভালো করে মুছে শুকিয়ে নিলেই চিরুনি থেকে

দূর হবে সব ধুলো ময়লা।

মনে রাখা দরকার:

১) সপ্তাহে অন্তত একবার চিরুনি পরিষ্কার করা উচিত।

২) কাঠের চিরুনি পরিষ্কার করার সময় সাবধানতা অবলম্বন করুন। বেশি জলে

ভিজিয়ে রাখলে কাঠ নষ্ট হতে পারে।

৩) চিরুনি যদি খুব বেশি নোংরা হয়, তাহলে তা বর্জন করে নতুন চিরুনি কিনে

ফেলাই ভালো।

নিয়মিত চিরুনি পরিষ্কার রাখা আপনার চুলের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। উপরে বর্ণিত পদ্ধতিগুলি অনুসরণ করে আপনি সহজেই আপনারচিরুনি পরিষ্কার রাখতে পারেন। মনে রাখবেন, পরিষ্কার চিরুনি সুস্থ চুলের জন্য অপরিহার্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement