Oscars 2023

হাতের মুঠোয় একাধিক অস্কারজয়ী ছবি, কোথায় দেখবেন? জানাচ্ছে আনন্দবাজার অনলাইন

সোমবার শেষ হয়েছে ৯৫তম অ্যাকাডমি অ্যাওয়ার্ডস। ঘরে বসেই দেখে নেওয়া যায় ২০২৩ সালের অস্কারজয়ী একাধিক ছবি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৩:৩৮
Share:

পরিচিত ওটিটি প্ল্যাটফর্মেই রয়েছে চলতি বছরের একাধিক অস্কারজয়ী ছবি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

১) এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

Advertisement

এই বছর অস্কারে সেরা ছবির শিরোপা জিতেছে এই ছবি। এই ছবির ঝুলিতে সব মিলিয়ে এসেছে ৭টি অস্কার। ছবিটি সোনি লিভে দেখা যাচ্ছে।

২) আরআরআর

Advertisement

এই বছর ভারতের অস্কার জয়ের অন্যতম কাণ্ডারি। এসএস রাজামৌলি পরিচালিত ছবিটি একাধিক ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে। কোথাও রয়েছে মূল তেলুগু ভাষায় দেখার সুবিধা। আবার কোনও মাধ্যমে হিন্দি ডাব ভার্সানও দেখা যাচ্ছে। নেটফ্লিক্সে দেখতে পারেন হিন্দি ভার্সান।

৩) দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স

দক্ষিণ ভারতের এক আদিবাসী দম্পতির সঙ্গে দুই বাচ্চা হস্তীশাবকের হৃদয়স্পর্শী আখ্যান। এই স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।

৪) অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ছবি। তরুণ প্রজন্মের উপর যুদ্ধের প্রভাব ফুটে উঠেছে এই জার্মান ছবিটিতে। এডওয়ার্ড বার্জার পরিচালিত এই ছবির মুকুটে উঠেছে সেরা বিদেশি ছবির শিরোপা। এটিও দেখা যাবে নেটফ্লিক্সে।

৫) গিলেরমো দেল তোরোস পিনোকিও

অস্কারে সেরা অ্যানিমেটেড ছবি নির্বাচিত হয়েছে ‘গিলেরমো দেল তোরোস পিনোকিও’ ছবিটি। ছবিটি নেটফ্লিক্সে রয়েছে।

৬) টপ গান: মাভেরিক

টম ক্রুজ় অভিনীত এই ছবিটি ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান: মাভেরিক’ ছবির সিক্যুয়েল। আগের ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন টম। এই বছর ছবিটি সেরা শব্দ প্রক্ষেপণের জন্য অস্কার পেয়েছে। ছবিটি প্রাইম ভিডিয়োতে দেখা যাচ্ছে।

৭) ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ছবিটি ডিজ়নি প্লাস হটস্টারে জায়গা করে নিয়েছে। পোশাক পরিকল্পনার জন্য এই ছবি অস্কার জিতেছে।

৮) দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স

ছবিটি এই বছর সেরা স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ছবির জন্য অস্কার জিতেছে। দেখা যাচ্ছে অ্যাপল টিভি প্লাস ওটিটিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement