Nusrat Jahan

‘বেঁচে আছি, শ্বাস নিতে পারছি, এ-ই বড় প্রাপ্তি’, জন্মদিনে আর কী উপলব্ধি নুসরতের?

নিন্দকদের মন্তব্যে কান না দিয়ে নিজের জগতেই মন তাঁর। সমাজমাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়, নিজের জীবন নিয়ে ব্যস্ত। জন্মদিনেও যশের সঙ্গে একান্তেই সময় কাটালেন নুসরত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৭:০০
Share:

জন্মদিনের উপলব্ধি জানালেন নুসরত। ছবি: সংগৃহীত।

অভিনয়ের সঙ্গে বিতর্কের জন্যও প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন নুসরত জাহান। কখনও তাঁর ব্যক্তিগত জীবন, কখনও রাজনৈতিক কারণে বিতর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু কোনও বিতর্কই যেন ছুঁতে পারে না তাঁকে। নিন্দকদের মন্তব্যে কান না দিয়ে নিজের জগতেই মন তাঁর। সমাজমাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়, নিজের জীবন নিয়ে আপাতত ব্যস্ত তিনি। জন্মদিনও যশের সঙ্গে একান্তেই সময় কাটালেন নুসরত।

Advertisement

বিশেষ দিন পালন করতে স্বামী যশের সঙ্গে দুবাই বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নুসরতকে। আবার যশের তরফ থেকেও এসেছে সোহাগী পোস্ট। তাই জন্মদিনের পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার নুসরত লিখলেন, “একরাশ কৃতজ্ঞতা নিয়ে আজ সকালে ঘুম থেকে উঠলাম। সত্যিই বেঁচে থাকতে পারা ও শ্বাস নিতে পারাই বড় প্রাপ্তি। ভাবতে পারা, জীবনকে উপভোগ করতে পারা ও ভালবাসতে পারার মতো আর কী আছে!”

একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। নীল-সাদা রঙের পোশাকের সঙ্গে হালকা প্রসাধনী ও চোখে কালো রোদচশমা। এই সাজেই দুবাইেয়ের কোনও এক রেস্তরাঁয় জন্মদিনের উদ্‌যাপন সেরেছেন তিনি। টেবিলে সাজানো রংবেরঙের কাপ কেক, পানীয় ও ক্রসাঁ। এই একই রেস্তরাঁ থেকে ছবি ভাগ করে নিয়েছেন যশও। দুবাইয়ের হোটেলের ঝলকও ভাগ করেছেন নুসরত। সন্ধের উদ্‌যাপনের জন্য তিনি বেছে নিয়েছিলেন আকাশি রঙের পোশাক। শুভেচ্ছা পেয়ে অভিনেত্রী লিখেছেন, “আমাকে যাঁরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের ধন্যবাদ। আমার প্রত্যেক শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ। আপনারা প্রত্যেকে আমার জন্মদিনকে বিশেষ করে তুলেছেন।”

Advertisement

জন্মদিন উপলক্ষে স্ত্রীর জন্য বিশেষ ভিডিয়ো পোস্ট করে যশ লিখেছিলেন, “ঈশ্বর তোমায় সব খুশিতে ভরিয়ে দিক। একই সঙ্গে একজন শক্তিশালী মহিলা ও সঠিক গৃহবধূর গুণ তোমার মধ্যে রয়েছে। জীবনে তোমাকে পেয়ে আমি সত্যিই খুশি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement