শিবপ্রসাদের কথায়, ‘‘প্রতীক্ষার ফল এত মিষ্টি, বুঝতে পারিনি। দর্শক-শ্রোতাদের আগ্রহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। রিলের পাহাড় জমা হচ্ছে প্রযোজনা সংস্থার অফিসে। তারকা থেকে সাধারণ, সবাই রিল বানাচ্ছেন। এক ফ্রেমে ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, ইন্দ্রাণী দত্ত, মনামী ঘোষের জৌলুস চোখ ধাঁধিয়ে দিয়েছে।’’
‘টাপা টিনি’ গান
‘ইনি বিনি টাপা টিনি, টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এয়েছে, দেখতে ভারী খাসা’...
বাংলা নববর্ষ কি এ বার ‘বেলাশুরু’র দখলে? আপাতত ছবির দ্বিতীয় গান ইউটিউবে জনপ্রিয়তার নিরিখে তৃতীয় স্থানে! আট থেকে আটচল্লিশ রিল বানাচ্ছেন। বাংলার তারকারাও বাকি নেই। বাঙালির উৎসবে নতুন গানের চাহিদা, কদর বরাবরই তুঙ্গে। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় সেই চাহিদা মিটিয়েছেন। মনে ধরতেই দর্শকেরা দ্বিতীয় গানকেও বুকের খুব কাছে ঠাঁই দিয়েছেন। দ্বিতীয় গানও যে এমন সমাদর পাবে কে জানত?
শনিবার মুক্তির পরে রবিবারেই এই ফলাফল। দু’বছরের প্রতীক্ষার ফল?
আনন্দবাজার অনলাইন জানতে চেয়েছিল পরিচালক জুটির অন্যতম শিবপ্রসাদের কাছে। তাঁর কথায়, ‘‘প্রতীক্ষার ফল এত মিষ্টি, বুঝতে পারিনি। দর্শক-শ্রোতাদের আগ্রহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। রিলের পাহাড় জমা হচ্ছে প্রযোজনা সংস্থার অফিসে। তারকা থেকে সাধারণ, সবাই রিল বানাচ্ছেন। এক ফ্রেমে ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, ইন্দ্রাণী দত্ত, মনামী ঘোষের জৌলুস চোখ ধাঁধিয়ে দিয়েছে। বাংলা ছবিতে চট করে এই ফ্রেম দেখা যায় না।’’ একই সঙ্গে জনপ্রিয়তার কৃতিত্ব তিনি দিয়েছেন সুরকার-গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায়কেও। শিবপ্রসাদের মতে, গানের কথা, সুর যেমন মিষ্টি, তেমনই মিষ্টি ইমন চক্রবর্তী, উপালী চট্টোপাধ্যায়, খ্যাঁদার গায়কি। এ গান জনপ্রিয় না হয়ে যাবে কোথায়?
খুশি অনিন্দ্য চট্টোপাধ্যায়ও। তাঁর মতে, সবাই ভাল গেয়েছেন। গানের সুরে-ছন্দে উৎসবের আমেজ, নাচের তাল। বাংলা নববর্ষের আগে নন্দিতা-শিবপ্রসাদ তাই বুঝেই গান-মুক্তি ঘটিয়েছেন। গীতিকার-সুরকারের যুক্তি, ‘‘গত দু’বছর মানুষ আনন্দ করতে পারেননি। অতিমারির ভয়ে কুঁকড়ে থেকেছেন। এ বছর সবাই নাচতে চাইছেন। তাই গান আরও জনপ্রিয়।’’ আপাতত দুটো গান মুক্তি পেয়েছে ছবির। ‘সোহাগে আদরে’, ‘টাপা টিনি’। দুটোই জনপ্রিয়তার শীর্ষে।
শিবপ্রসাদ নিজে কোনটা বেশি শুনছেন? শুনেই হাল্কা হাসি। সঙ্গে যুক্তি, ‘‘দুটো দুই মেজাজের গান। একটায় চূড়ান্ত রোম্যান্টিকতা। মন তেমন থাকলে তখন ‘সোহাগে আদরে’ শুনছি। যখন ফূর্তিতে রয়েছি তখন ‘টাপা টিনি’। কোনওটা বেশি, কোনওটা কম, এমন কিচ্ছু নেই।’’