‘টাপা টিনি’তে ঋতুপর্ণা, মনামী, অপরাজিতা এবং ইন্দ্রাণী
বসন্ত ফুরিয়ে যাক। বিয়ের মরশুম কিন্তু ফুরোয়নি! সেই আপ্তবাক্য মেনে বিয়ের গান নিয়ে আসছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বেলাশুরু’। ২০ মে ছবি-মুক্তি। এখন থেকেই উৎসুক দর্শক। আবার পর্দাজুড়ে সৌমিত্র চট্টোপাধ্যায়-স্বাতীলেখা সেনগুপ্তের রসায়ন। নাচে গানে মাতোয়ারা ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, ইন্দ্রাণী দত্ত, মনামী ঘোষ।
ছবির প্রথম গান ‘সোহাগে আদরে’ মুক্তি পেয়েছে ২৯ মার্চ, অনুপম রায়ের জন্মদিনে। গানের গীতিকার-সুরকার ও শিল্পীকে এ ভাবেই জন্মদিনের উপহার দিয়েছিল উইনডোজ প্রোডাকশন। মাত্র ২০ ঘণ্টায় ১৫০ হাজার দর্শক ফেলেছিলেন সেই গান। ইউটিউব চ্যানেলে এক রাতে ৫ নম্বর গানের আসনও দখল করে নিয়েছিল।
স্বাভাবিক ভাবেই ছবির দ্বিতীয় গান ‘টাপা টিনি’ নিয়েও আগ্রহ বেড়েছে শ্রোতা-দর্শকদের। বীরভূমের বিয়ের লোকগান ‘টাপা টিনি’। বাংলা ছবিতে মেঠো সুর দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। কণ্ঠে ইমন চক্রবর্তী, উপালী চট্টোপাধ্যায়, খ্যাঁদা। গানের তালে এই প্রজন্মের সঙ্গে দুলতে দেখা যাবে স্বাতীলেখাকেও। গান-মুক্তি বাংলা নববর্ষে।