‘পদাতিক’ মুক্তি প্রসঙ্গে মনের কথা জানালেন সৃজিত। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আরজি কর-কাণ্ডে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে। বুধবার রাতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা জমায়েত করে প্রতিবাদ জানাবেন। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে বক্স অফিসে বাংলা ও হিন্দি মিলিয়ে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। বাংলার মধ্যে রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ এবং রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’। রাজ্যের বর্তমান পরিস্থিতি কি আসন্ন বাংলা ছবিগুলির উপর কোনও প্রভাব ফেলতে পারে?
এই মুহূর্তে রাজ্যবাসী দ্রুত বিচারের অপেক্ষায় রয়েছেন। ঘটনার জেরে মঙ্গলবার দেব তাঁর আগামী ছবি ‘খাদান’-এর টিজ়ার মুক্তি পিছিয়ে দিয়েছিলেন। একই পথে হেঁটে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাঁদের নতুন ছবি ‘বহুরূপী’র টিজ়ার প্রকাশও পিছিয়ে দিয়েছেন। বক্স অফিসে তাঁর ছবি নিয়ে কতটা আশাবাদী পরিচালক? সৃজিত বললেন, ‘‘আমি ছবির মুক্তি পিছনো নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তিনি অত্যন্ত অসহায় ভাবেই আমাকে জানিয়েছেন, তাঁর বিপুল আর্থিক ক্ষতি হবে। কারণ, ছবিটা জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে। তাই কিছু করা গেল না।’’
সৃজিতের মতে, কোনও টিজ়ার বা ওটিটি রিলিজ়ের ক্ষেত্রে কন্টেন্টের মুক্তি পিছিয়ে দেওয়া সম্ভব। কিন্তু, প্রেক্ষাগৃহে একটা ছবি মুক্তির আগে কয়েক মাসের প্রস্তুতি থাকে। উল্লেখ্য, সৃজিতের ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। কিন্তু সম্প্রতি বাংলাদেশে আন্দোলনের জেরে অভিনেতা কলকাতায় ছবির প্রচারে আসতে পারেননি। সৃজিত বললেন, ‘‘সবটাই দুর্ভাগ্যজনক। ছবিটা এই সময়ে মুক্তি পাচ্ছে। কিন্তু, এটা আমাদের কারও হাতেই নেই।’’
তবে ছবি মুক্তি পেলেও এই মুহূর্তে সৃজিতও মনের দিক থেকে ভেঙে পড়েছেন। বুধবার মহিলাদের জমায়েতের পক্ষেও তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। পরিচালক জানালেন, তিনি রাতে যাদবপুরে যাবেন। সৃজিত বললেন, ‘‘আমার মনে হয়, শহর এই মুহূর্তে কোনও রকম বিনোদন বা সিনেমা দেখার মানসিকতায় নেই। আমি তো নেই-ই।’’ ছবির ভবিষ্যৎও তিনি দর্শকের উপরেই ছেড়ে দিতে চাইছেন। বললেন, ‘‘দর্শক যা চাইবেন, সেটাই হবে। এই পরিস্থিতিতে তাঁরা যদি আমার ছবি না-ও দেখেন, আমার কোনও আপত্তি নেই।’’