New bengali serial

Television: স্নেহাশিসের প্রত্যাবর্তন! নতুন ধারাবাহিকে নতুন জুটি সুস্মিত-শ্রাবণী?

ফিরছেন স্নেহাশিস চক্রবর্তী। জুটি বাঁধছেন তাঁরই দুই জনপ্রিয় ধারাবাহিকের নায়ক-নায়িকা। গুঞ্জন, সুস্মিত-শ্রাবণীকে দিয়েই বাজিমাত করবেন পরিচালক

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ২১:১৭
Share:

নতুন জুটি সুস্মিত-শ্রাবণী?

ছোট পর্দার বড় খবর! টেলিপাড়ার গুঞ্জন, নতুন করে ফিরছেন প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তী। নতুন জুটিরও জন্ম দিচ্ছেন তাঁর আগামী ধারাবাহিকে। ধারাবাহিক ‘বরণ’-এর নায়ক ‘রুদ্রিক’ ওরফে সুস্মিত মুখোপাধ্যায় এবং ‘জীবনসাথী’র ‘ঝিলম’ শ্রাবণী ভূঁইঞা নাকি জুটি বাঁধতে চলেছেন। এঁদের আগের ধারাবাহিকের প্রযোজক-পরিচালকও স্নেহাশিস।

Advertisement

জি বাংলা এবং স্টার জলসা মিলিয়ে কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক চলছিল ব্লুজ প্রযোজনা সংস্থার। তালিকায় ‘যমুনা ঢাকি’, ‘সর্বজয়া’, ‘খুকুমণি হোম ডেলিভারি’। প্রত্যেকটি রেটিং চার্টে ভাল ফল করেছিল। ‘যমুনা ঢাকি’ এবং ‘খুকুমণি’ একাধিক বার ‘বাংলা সেরা’র তকমাও পেয়েছিল। ধারাবাহিক ‘সর্বজয়া’র হাত ধরে ১০ বছর পরে ফের অভিনয় দুনিয়ায় ফিরেছিলেন দেবশ্রী রায়।

খবর, টিআরপি ভাল থাকা সত্ত্বেও চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের কারণে নাকি মাত্র ছ’মাসে বন্ধ হয়ে যায় স্নেহাশিসের ‘খুকুমণি’। সেই বিবাদ সম্ভবত মিটেছে। তাই স্নেহাশিসও ফিরছেন প্রবল ভাবে। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন শ্রাবণী এবং পরিচালক। সদ্য পাহাড় থেকে ফিরেছেন নায়িকা। তাঁর দাবি, এখনও তাঁর কাছে এই ধরনের কোনও প্রস্তাব আসেনি। একেবারে ‘না’ বলেননি স্নেহাশিস। তাঁর কথায়, ‘‘আমিও সে রকমই শুনছি। কিছু দিন অপেক্ষা করলেই সত্যি-মিথ্যে সামনে আসবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল বরণ-এর নায়িকা তিথি ওরফে ইন্দ্রাণী পালের সঙ্গেও। ইন্দ্রাণীও রিজওয়ান রব্বানি শেখের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন নতুন ধারাবাহিক 'নবাব নন্দিনী'-তে। জানালেন, এ রকম খবর তিনিও শুনেছেন। খবর শুনে আফশোস হচ্ছে? একটু অপেক্ষা করলে ফের পুরনো পরিচালক-প্রযোজক এবং নায়কের সঙ্গেই আবার কাজ করতে পারতেন? ইন্দ্রাণী কথায়, ''নতুন জুটি চোখের আরাম দেয়। তাকে জনপ্রিয় করাও যথেষ্ট চ্যালেঞ্জের। আমি আপাতত সেই লক্ষ্যেই অবিচল।''

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement