Shamita Shetty

Shamita Shetty: ‘বিগ বস ওটিটি’-তে শমিতা শেট্টি, ‘শারারা’ গানে নাচ করে গৃহপ্রবেশ শিল্পার বোনের

২০০৯ সালে ‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু মাঝপথে তাঁকে বেরিয়ে যেতে হয় শিল্পার বিয়ের জন্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ২২:৫৯
Share:

শমিতা শেট্টি

রবিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘ভুট’-এ শুরু হল ‘বিগ বস ওটিটি’। যেখানে সঞ্চালক হিসেবে দেখা যাবে বলি প্রযোজক-পরিচালক কর্ণ জোহরকে। একে একে খ্যাতনামীরা প্রবেশ করলেন ‘বিগ বস’-এর ঘরে। এই রিয়্যালিটি শো-এর ইতিহাস বলছে, যাঁদের নিয়ে বিতর্ক তৈরি হয়, তাঁরাই প্রতিযোগীদের তালিকায় অগ্রাধিকার পান। এ বারে সেই তালিকার শীর্ষে রয়েছেন অভিনেত্রী শমিতা শেট্টি। এই মুহূর্তে তাঁর ও তাঁর পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে চলেছে। শমিতার দিদি শিল্পা শেট্টি ও জামাইবাবু রাজ কুন্দ্রা মাস খানেক ধরে সব থেকে বেশি চর্চিত দুই নাম। পর্ন-কাণ্ডে রাজের গ্রেফতারের এক মাস পেরোনোর আগেই তাঁদের পরিবারের সদস্য শমিতা পর্দার সামনে।

Advertisement

তাঁরই বিখ্যাত ‘শারারা’ গানে নাচ করে ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করলেন শমিতা। লাল পোশাক পরে নাচ করে দর্শকদের হাততালি কুড়োলেন তিনি। নেটমাধ্যমে যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে তাঁর গোটা নাচটি। তার পরে নাচের পরে কর্ণ জোহর তাঁকে খেলার নিয়ম বোঝালেন। বাকি অংশ দেখা যাবে ‘ভুট’-এ।

২০০৯ সালে ‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। প্রথম দিন থেকে শো-তে ছিলেন বটে কিন্তু মাঝপথে তাঁকে বেরিয়ে যেতে হয় শিল্পার বিয়ের জন্য। দিদি এবং জামাইবাবুর জীবনে ঝড় বয়ে যাচ্ছে। তারই মধ্যে রিয়্যালিটি শো-তে ফিরলেন শমিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement