Raj Kundra

Shamita Shetty: রাজের সঙ্গে শিল্পার বিয়ে হওয়ার পর অবসাদে ছিলেন শমিতা

ছোট থেকেই দিদিকে বন্ধু হিসেবে পেয়েছেন শমিতা। একসঙ্গে বেড়ে উঠেছেন দু’জন। বিয়ে করে শিল্পা চলে যাওয়ার পর বাড়িতে তাঁর অনুপস্থিতি মেনে নিতে পারছিলেন না অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ১১:৩১
Share:

রাজ এবং শিল্পার বিয়ের পর অবসাদে ছিলেন শমিতা।

রাজ কুন্দ্রা বিতর্কে শিল্পা শেট্টির পাশে থাকছেন বোন শমিতা শেট্টি। নেটমাধ্যমে তাঁর বিভিন্ন বক্তব্য বুঝিয়ে দিয়েছে তিনি দিদি এবং জামাইবাবুর পাশে রয়েছেন। কিন্তু এই বিষয়টিই একমাত্র সত্যি নয়। এর পিছনেও রয়েছে আরও একটি সত্যি। জানেন কি, শিল্পার সঙ্গে রাজের বিয়ে হওয়ায় অবসাদে চলে গিয়েছিলেন শমিতা?

Advertisement

ছোট থেকেই দিদিকে বন্ধু হিসেবে পেয়েছেন শমিতা। একসঙ্গে বেড়ে উঠেছেন দু’জন। বিয়ে করে শিল্পা চলে যাওয়ার পর বাড়িতে তাঁর অনুপস্থিতি মেনে নিতে পারছিলেন না অভিনেত্রী। কপিল শর্মার চ্যাট শো-তে রাজ এবং শিল্পার সঙ্গে অতিথি হয়ে এসে নিজেই সে কথা জানিয়েছিলেন শমিতা। তিনি বলেছিলেন, “আমি খুবই খুশি হয়েছিলাম যখন রাজ এবং শিল্পার বিয়ে হয়েছিল। কিন্তু আমি এক মাসের জন্য অবসাদে চলে গিয়েছিলাম। কারণ শিল্পা যখন বাড়িতে থাকত তখন ওর সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাতাম। ও চলে যাওয়ার পর ওর কথা খুব মনে পড়ত ।”

কিন্তু খুব অল্প দিনের মধ্যেই জামাইবাবুর সঙ্গে সখ্য গড়ে ওঠে শমিতার। রাজ জানিয়েছিলেন, শিল্পা আগাগোড়াই ঘরোয়া। তাড়াতাড়ি নৈশভোজ সেরে বই পড়ে ঘুমিয়ে পড়তেন। তখন তাঁর রাত জেগে পার্টি করার সঙ্গী হতেন শ্যালিকা শমিতা। পর্ন-কাণ্ডে রাজের নাম জড়ানোর পর এই সাক্ষাৎকার নতুন করে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজের এই মন্তব্যকে মোটেই ভাল ভাবে নেননি নেটাগরিকরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement