Shah Rukh Khan

Shah Rukh Khan: শ্যুটিংয়ে বিদেশ যাবেন শাহরুখ, আরিয়ানকে রেখে যাচ্ছেন বিশ্বস্ত সঙ্গীর ভরসায়

খুব শীঘ্রই কাজে ফিরবেন শাহরুখ। শুরু করবেন ‘পাঠান’ ছবির শ্যুট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২১ ১২:৫১
Share:

ছেলেকে নিয়ে ব্যস্ত শাহরুখ।

ছেলেকে নিয়ে এখনও দুশ্চিন্তা কাটছে না শাহরুখ খানের। আরিয়ান খানের সুরক্ষায় ইতিমধ্যেই দেহরক্ষী নিয়োগের পরিকল্পনা করেছেন বাদশা। খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, অচেনা কোনও ব্যক্তির সঙ্গে স্বচ্ছন্দ বোধ করেন না আরিয়ান। ছেলের নিরাপত্তার খাতিরে তাই আরও এক ধাপ এগিয়ে গেলেন শাহরুখ। চেনা মানুষের হাতেই তুলে দিলেন ছেলের সুরক্ষার ভার।

খুব শীঘ্রই কাজে ফিরবেন শাহরুখ। শুরু করবেন ‘পাঠান’ ছবির শ্যুট। বিদেশ যাওয়ার আগে নিজের দেহরক্ষী রবি সিংহকেই রেখে যাবেন আরিয়ানের সঙ্গে। নিজের জন্য নতুন দেহরক্ষী নিয়োগ করবেন কিং খান। প্রত্যেক শুক্রবার মাদক বিরোধী সংস্থার দফতরে হাজিরা দিতে যাচ্ছেন আরিয়ান। মাদক-কাণ্ডে নতুন তদন্ত দল গঠন হওয়ায় তাঁকে ঘনঘন ডাকা হতে পারে বলেও মনে করছেন শাহরুখ। তাই শহর ছাড়ার আগে ছেলেকে বিশ্বস্ত কারও সুরক্ষায় রেখে যেতে চাইছেন।

Advertisement

বহু বছর ধরেই শাহরুখের ছায়াসঙ্গী রবি। কিং খানকে আগলে রাখাই তাঁর প্রধান দায়িত্ব। প্রতি বছর শাহরুখের নিরাপত্তারক্ষী ২.৭ কোটি টাকা বেতন পান। অর্থাৎ মাস গেলে ২২ লক্ষের কিছু বেশি টাকা পান রবি। বলিউডে যে সব নিরাপত্তারক্ষীর বেতন সবচেয়ে বেশি, রবি তাঁদের অন্যতম। শাহরুখের পরে এ বার তাঁর ছেলেকে সুরক্ষিত রাখার গুরুদায়িত্বও উঠল রবির কাঁধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement