Sukanta Majumdar

শুভেন্দুর পরে সুকান্ত, কর্মসূচি ঘিরে কৌতূহল

সোমবার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০৯:০৫
Share:

সুকান্ত মজুমদার। —ফাইল চিত্র।

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আগামী কাল, সোমবার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, গত বুধবারই স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অল্প সময়ের ব্যবধানে একই জায়গায় রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার এমন পৃথক কর্মসূচি কেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে। সুকান্তের বক্তব্য, “আগেরটা পরিষদীয় দলের কর্মসূচি ছিল। এ বার দলীয় সংগঠনের কর্মসূচি হবে। লাগাতার কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য প্রশাসনের উপর চাপ তৈরি করব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement