Shah Rukh Khan

‘সরকারের লাভ হচ্ছে, তা হলে আমার রোজগার বন্ধ করব কেন!’ কোন প্রসঙ্গে মন্তব্য শাহরুখের?

এক সময় নরম পানীয়ের বিজ্ঞাপনে কাজ করে সমালোচনা মুখে পড়েছিলেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে শাহরুখকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। জবাবে কী বলেছিলেন বাদশাহ?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৫:৪৫
Share:

শাহরুখ খানের এই মন্তব্য নিয়ে আলোচনা হয় বিস্তর। ছবি: সংগৃহীত।

তিনি বলিউডের বাদশাহ। শুধু অভিনয় নয়; তাঁর জীবনযাপন, কথাবার্তাও মানুষকে প্রভাবিত করে। তাই তাঁর করা বিজ্ঞাপনের যে বিশেষ প্রভাব থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই এক সময় নরম পানীয়ের বিজ্ঞাপনে কাজ করে সমালোচনার মুখে পড়েছিলেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে শাহরুখকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তার জবাবও দিয়েছিলেন তারকা। সেই ভিডিয়ো এই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল।

Advertisement

কেন ক্ষতিকর দ্রব্যেরও প্রচার ও বিজ্ঞাপন করেন তারকারা? শাহরুখই বা এত বড় মাপের তারকা হয়ে কী ভাবে নরম পানীয়ের মতো ক্ষতিকর দ্রব্যের মুখ হয়ে ওঠেন? এই প্রশ্নই করা হয়েছিল শাহরুখকে। সেই প্রশ্নের উত্তরে শাহরুখ পাল্টা প্রশ্ন রেখেছিলেন, এই জিনিসগুলি এতই যখন খারাপ, তা হলে কেন বাজার থেকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে না?

শাহরুখ বলেছিলেন, “আমি তো যে কোনও কর্তৃপক্ষকে বলব, নিষিদ্ধ করে দিন এই জিনিসগুলো। দেশে এগুলো বিক্রি হতে দেবেন না। আপনারা যদি মনে করেন, বাচ্চাদের জন্য এই জিনিসগুলো খারাপ, তা হলে নিষিদ্ধ করে দিন। ধূমপান তো খারাপ, তা হলে কেন এখনও সিগারেটের উৎপাদন বন্ধ হচ্ছে না? ঠান্ডা নরম পানীয় যদি অস্বাস্থ্যকর হয়ে থাকে, তা হলে বন্ধ করে দেওয়া হোক এর উৎপাদন। এতই যখন বিষাক্ত, ভারতে এর উৎপাদন বন্ধ করা হোক।”

Advertisement

কিন্তু ব্যবসা ও আয়ের কথা মাথায় রেখে অস্বাস্থ্যকর জিনিসের উৎপাদন চলছে। এই প্রসঙ্গে শাহরুখের মন্তব্য, “দেখুন, আয় হচ্ছে বলে আপনারা এর উৎপাদন বন্ধ করছেন না। সততার সঙ্গে বলুন তো, এই আয় থেকে সরকারের সাহায্য হচ্ছে না? তা হলে আমার আয়ও বন্ধ করবেন না। আমি এক জন অভিনেতা। আমি আমার কাজটুকুই করছি। সেখান থেকেই আমার আয় হয়। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি বোঝেন কোনও কিছু খারাপ, তা হলে সেটা আর ব্যবহার করবে না। এতে তো আর কোনও সমস্যা নেই।” শাহরুখের এই পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। অনেকেই তাঁর সঙ্গে সহমত হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement