Entertainment News

বিয়ে করলেন অরমান মালিক! বাগ্‌দান পর্বে ছিল চমক, আশনাকে সঙ্গে নিয়ে কী বললেন গায়ক?

২০২৩-এর অগস্ট মাসে বাগ্‌দান পর্ব সেরেছিলেন অরমান মালিক ও আশনা শ্রফ। তাঁদের বাগ্‌দানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৪:৫৪
Share:

বিয়ে করলেন অরমান মালিক ও আশনা শ্রফ। ছবি: সংগৃহীত।

বছরের শুরুতেই সুখবর দিলেন অরমান মালিক। দীর্ঘ দিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক। ইনস্টাগ্রামে বিয়ের ছবি ভাগ করে নিয়ে এই সুখবর দিয়েছেন নবদম্পতিই।

Advertisement

২০২৩-এর অগস্ট মাসে বাগ্‌দান পর্ব সেরেছিলেন অরমান মালিক ও আশনা শ্রফ। তাঁদের বাগ্‌দানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়েতেও সেই ধারাই বজায় থাকল। দিনের আলোয় পালিত হল বিবাহ-আচার। ছবিতেই দেখা গেল, এক চিলতে রোদের আলো ও ফুলের পাঁপড়ির ছোঁয়ায় চারহাত এক করলেন তাঁরা। বিয়ের ছবি ভাগ করে নিয়ে আরমান লিখলেন, “তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)”।

বিয়ের জন্য দু’জনই বেছে নিয়েছিলেন সাবেক সাজ। আশনা পরেছিলেন কমলা রঙের লেহঙ্গা ও তাঁর সঙ্গে মানানসই পান্নাখচিত গয়না। অন্য দিকে অরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে সারেন অরমান ও আশনা।

Advertisement

দীর্ঘ দিন ধরে সম্পর্কে রয়েছেন অরমান ও আশনা। বাগ্‌দান সারার আগে প্রেমিকার জন্য বিশেষ এক কাজ করেছিলেন গায়ক। ‘কসম সে: দ্য প্রোপোসাল ফর হিস লেডি লভ’ নামে একটি মিউজ়িক ভিডিয়ো তৈরি করেছিলেন গায়ক। আশনাকে প্রেমের বার্তা দেওয়ার জন্যই এই গান তৈরি করেছিলেন অরমান। আশনা পেশায় একজন নেটপ্রভাবী। ফ্যাশন ও সৌন্দর্য নিয়ে নানা ধরনের ভিডিয়ো তৈরির জন্য পরিচিত তিনি।

অরমান মালিকের গাওয়া জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে, ‘জব তক’, ‘বোল দো না জ়রা’, ‘বম বম বোলে’, ‘বেসবরিয়াঁ’, ‘সব তেরা’, ‘তুমহেঁ অপনা বনানে কা’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement