Shah Rukh Khan

‘হেরিটেজ’ তকমা পাওয়া মন্নত-এর ভোল বদলাবে, কত কোটি খরচ করবেন শাহরুখ-গৌরী?

ব্যান্ডস্ট্যান্ড এলাকার ছ’তলা এই বাড়িটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। এ বার শাহরুখের মন্নত-এ আসতে চলেছে বড়সড় বদল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২০:৫৫
Share:

মন্নত-এ কী বদলে আনতে চলেছেন খান দম্পতি? ছবি: সংগৃহীত।

২০০১ সালে মুম্বইয়ে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের অভিজাত পাড়ায় সমুদ্রমুখী বাড়িটি কিনেছিলেন শাহরুখ এবং গৌরী। তার পর থেকেই একটু একটু করে মন্নত-কে মনের মতো করে সাজিয়ে তুলেছেন গৌরী। বিরল সামগ্রী সংগ্রহের নেশা রয়েছে তাঁর। সে সবে ভরে উঠেছে তাঁর ঘর। তবে যা সাজসজ্জা, সবটাই অন্দরে করেছেন। বাইরে সে ভাবে তেমন কোনও বদল আনেননি। কারণ, মন্নত মুম্বই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে। সে কারণে বহিরঙ্গে কোনও রদবদল আনতে গেলে প্রয়োজন নগর প্রশাসনের অনুমতি। মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদপত্র জমা দিয়েছিলেন গৌরী। অবশেষে ছাড়পত্র পেলেন তারকা-পত্নী।

Advertisement

২৭ হাজার বর্গফুট জায়গার উপর অবস্থিত মন্নত। বাড়ির মধ্যে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে। মন্নত-এর আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা। বাড়ির ভিতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো চার ফুট লম্বা এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য-সহ আরও কিছু ঘর সাজানোর জিনিস। এগুলি সবই রয়েছে গৃহকর্ত্রীর পছন্দের প্রথম সারিতে। শাহরুখের ইচ্ছায় পরবর্তী কালে গৌরী এর ভিতরেই তৈরি করিয়েছিলেন একটি সিনেমা হল। একসঙ্গে ৪২ জন দর্শক বসে ছবি দেখতে পারবেন সে প্রেক্ষাগৃহে। তার প্রবেশদ্বার সাজানো রয়েছে তিনটি হিন্দি ছবির বিশাল পোস্টারে। ছবিগুলি হল ‘শোলে’, ‘রাম অউর শ্যাম’ এবং ‘মুঘল-এ-আজ়ম’। এ ছাড়াও একাধিক শয়নকক্ষ, বাগান, ব্যক্তিগত কোয়ার্টার ছিল এখানে। এ বার যুক্ত হতে চলেছে আরও দু’টি তলা। ছ’তলা বাড়ি এ বার আট তলা হতে চলেছে। যা তৈরি করতে খরচ হবে প্রায় ২৫ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement