Sonakshi Sinha

ভিন্‌ধর্মে মেয়ে সোনাক্ষীর বিয়ে, দুই ছেলের সমস্যা কোথায় বুঝতে পেরে কী বললেন শত্রুঘ্ন?

ভিন্‌ধর্মে বিয়ে করার জন্যই নাকি সোনাক্ষীর উপর অসন্তুষ্ট হয়েছেন তাঁর দুই দাদা! এ বার ছেলেদের পক্ষ নিলেন বাবা শত্রুঘ্ন!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৮:০৯
Share:

দুই ছেলেকে নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন সিন্‌হা! ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগেই জামাই জ়াহির ইকবালের জন্মদিন উদ্‌যাপন করলেন শত্রুঘ্ন সিন্‌হা। বাড়িতে সবই হচ্ছে, তবে থাকছেন না দুই ছেলে লব ও কুশ সিন্‌হা। বোনের বিয়ে থেকে অন্য যে কোনও অনুষ্ঠানে সিন্‌হা পরিবারে দুই ভাইয়ের অনুপস্থিতি চোখে পড়ছে। সোনাক্ষীর বিয়ের সময়ই শোনা গিয়েছিল ভিন্‌ধর্মে বিয়ে করার জন্যই সোনাক্ষীর উপর অসন্তুষ্ট হয়েছেন তাঁর দুই দাদা। এ বার ছেলেদের পক্ষ নিলেন বাবা!

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন জানান, তিনি ছেলেদের সমস্যা কোথায়, তা বোঝেন। তবে এই মুহূর্তে লব-কুশ খানিকটা বিভ্রান্ত। তার কারণ হিসেবে শত্রুঘ্ন দায়ী করেছেন তাঁদের কম বয়স ও অভিজ্ঞতার অভাবকে। শত্রুঘ্ন এ-ও বলেন, ‘‘আজ আমার বয়স যদি কম হত, তবে আমিও ওদের মতো আচরণ করতাম। কিন্তু আমার বয়স ও অভিজ্ঞতার কারণে আমার আচরণ আজ অন্য রকম।’’ ছেলেদের কষ্ট বোঝেন, তবে মেয়ের হাতে ছাড়েননি কখনও। মেয়ের সব সিদ্ধান্তেই তাঁর পাশে ছিলেন অভিনেতা। তবু যেন মনের কোণে আক্ষেপ মেয়ের বিয়েতে দুই ছেলের অনুপস্থিতিতে। তিনি বলেন, ‘‘ আমি আসলে ওদের দোষ দিই না। ওদের প্রতিক্রিয়াটা আসলে সংস্কৃতিগত মতপার্থক্যের কারণে।’’

কিছু দিন আগেই এক অনুষ্ঠানে সপরিবার উপস্থিত ছিলেন সোনাক্ষী। সেখানে সোনাক্ষীর মা পুনম সিন্‌হা দাবি করেন, সোনাক্ষী ও জ়াহিরের সম্পর্কে সোনাক্ষীই নাকি বেশি ভালবাসেন জ়াহিরকে। পুনম বলেন, “আমার মা বলতেন, তাঁকেই বিয়ে করবে, যে তোমাকে বেশি ভালবাসে। আমি কিন্তু সেটাই করেছি। কিন্তু আমার মেয়ে এটা কী করল? এমন এক জনকে বিয়ে করল, যাকে ও-ই বেশি ভালবাসে।”

Advertisement

মায়ের কথা শুনে সোনাক্ষী সঙ্গে সঙ্গে বলে ওঠেন, “এটা নিয়ে তর্ক হতে পারে। জ়াহির মনে করে, ও আমাকে বেশি ভালবাসে। আবার আমি মনে করি, আমি জ়াহিরকে বেশি ভালবাসি। কোন সত্যকে মান্যতা দেওয়া হবে, সেটা ভাবার বিষয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement