Richa Gangopadhyay

Tollywood: জীবনের নতুন অধ্যায় শুরু, মা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই নায়িকা

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রিচা। তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১৪:৪৭
Share:

রিচা গঙ্গোপাধ্যায়।

পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী রিচা গঙ্গোপাধ্যায়। গত ২৭ মে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রামে ছেলে লুকার ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে মা, স্বামী এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য।

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রিচা। তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ২০১২ সালে টলিউডে ‘বিক্রম সিংহ: দ্য লায়ন ইজ ব্যাক’ ছবিতে অভিনয় করেন রিচা। সেই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে।

বেশ কয়েক বছর অভিনয় করার পর আমেরিকায় চলে যান রিচা। বিদেশে গিয়ে এমবিএ পড়তে শুরু করেন তিনি। সেখানকার বিজনেস স্কুলেই সহপাঠী জো ল্যাঞ্জেলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০১৯ সালে বিয়ে করেন তাঁরা। অভিনয় থেকে দূরে আপাতত স্বামী এবং সন্তানকে নিয়ে ভালবাসায় দিন কাটাচ্ছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement