Monami Ghosh

Monami: ২২ দিন ধরে কোভিডের সঙ্গে লড়াই করে ফিরলেন মনামীর মা

গত কয়েক সপ্তাহে তিনি আগের মতো সক্রিয় ছিলেন না নেটমাধ্যমে। সে কথা জানালেন ইনস্টাগ্রামে লিখে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১৩:৩৩
Share:

মায়ের সঙ্গে মনামী।

গত কয়েক সপ্তাহ ধরে বিপর্যস্ত ছিলেন অভিনেত্রী মনামী ঘোষ। তাঁর পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। ২২ দিন ধরে কোভিডের সঙ্গে লড়াই করে অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মনামীর মা। নেটমাধ্যমে সে কথা জানালেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে অতি সক্রিয় মনামী। নিজের ছবি, কাজের সেটের ছবি, বিভিন্ন রিল ভিডিয়োতে ভর্তি তাঁর প্রোফাইল। কিন্তু গত কয়েক সপ্তাহে তিনি আগের মতো সক্রিয় ছিলেন না নেটমাধ্যমে। সে কথা জানালেন ইনস্টাগ্রামে লিখে।

শনিবার রাতে তিনি তাঁর অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে লিখলেন, ‘আমার মা কোভিড পজিটিভ ছিলেন। গত কয়েক সপ্তাহ আমার জন্য, আমার পরিবারের জন্য খুবই কঠিন ছিল। এখন তিনি সুস্থ আছেন। বাড়ি ফিরে এসেছেন’।

রবিবার সকাল থেকেই নিজের নতুন ওয়েব সিরিজের প্রচার করতে শুরু করেছেন মনামী। হইচই-এ তিনি আসছেন ‘মৌ বৌদি’ হয়ে। ১৮ জুন মুক্তি পাবে ‘মৌচাক’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement