Rashmika Mandanna

সলমনের সঙ্গে কাজ শুরুর প্রথম থেকেই বাধা রশ্মিকার, ফের বন্ধ হল ‘সিকন্দর’ ছবির শুটিং

এই মুহূর্তে ‘সিকন্দর’ ছবির অন্তিম পর্বের শুটিং বাকি। তার আগে বিপদের মুখে রশ্মিকা। বন্ধ হল ছবির কাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৩:৩৬
Share:

বার বার বাধার মুখে রশ্মিকা-সলমনের ছবি। ছবি: সংগৃহীত।

গত বছর জুন মাসে মুম্বইয়ে শুরু হয় ‘সিকন্দর’ ছবির শুটিং। তার পর কিছু অংশের শুটিং ইতিমধ্যে হায়দরাবাদে সেরেছেন সলমন খান, রশ্মিকা মন্দানারা। ভাইজানের সঙ্গে প্রথম বার জুটি বাঁধতে চলেছেন রশ্মিকা। কিন্তু শুটিং শুরুর প্রথম দিনই অসুস্থ হয়ে পড়েন রশ্মিকা। যদিও সলমন তাঁর বেজায় যত্ন করেছেন, অভিনেত্রী সম্প্রতি নিজেই সেই কথা জানিয়েছিলেন। তার পর পাঁজরে চোট পান সলমন নিজে। সেই নিয়ে শুটিং চালিয়ে গিয়েছেন অভিনেতা। আবার সলমনের বাড়িতে গুলিকাণ্ডের পর বেশ কিছু দিন বন্ধ ছিল এই ছবির শুটিং। এই মুহূর্তে ছবির অন্তিম পর্বের শুটিং বাকি। তার আগে বিপদের মুখে রশ্মিকা। ফের বন্ধ হল ছবির কাজ।

Advertisement

শোনা যাচ্ছে, জিম করার সময় আচমকা পড়ে যান রশ্মিকা। চোট লেগেছে অভিনেত্রীর। যার ফলে আাপাতত কয়েক দিন বিরতি নিতে চান তিনি। তবে খুব বেশি দিন যে বিরতি নেবেন, তা নয়। দিন কয়েক বিশ্রাম নিয়ে তার পর শেষ পর্বের শুটিং করবেন অভিনেত্রী। আগামী বছর ইদে মুক্তি পাবে এআর মুরুগাদস পরিচালিত ‘সিকন্দর’। ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নির্মাতাদের দাবি, এই অ্যাকশন ছবিতে সলমন নতুন অবতারে ধরা দেবেন। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য— বাজেটের ক্ষেত্রে কোনও কমতি রাখতে চাইছেন না প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা। মুম্বইয়ে সেট তৈরি করতেই প্রযোজক খরচ করেছেন ১৫ কোটি টাকা। এই ছবি তাঁর দীর্ঘ দিনের বন্ধু সলমনকে জন্মদিনে উপহারস্বরূপ দিতে চান প্রযোজক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement