(বাঁ দিকে) ফারহান আখতার ও শিবানী দান্ডেকর, শাবানা আজ়মি (ডান দিকে)। —ফাইল ছবি।
চলতি বছর শেষ দিকে বাবা-মা হবেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর!
বৃহস্পতিবার ৫১-এ পা দিয়েছেন অভিনেতা। তার পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন, ফের বাবা হতে চলেছেন ফারহান। ২০২২ সালে অভিনেত্রী তথা সঞ্চালিকা শিবানী দান্ডেকরের সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেতা। এ বার সৎছেলের বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী শাবানা আজ়মি।
২০০০ সালে কেশসজ্জা শিল্পী অধুনা ভবানীকে বিয়ে করেন ফারহান আখতার। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য তাঁদের, ২০১৭ সালে বিচ্ছেদ। তার পর, ফারহান ২০২২ সালে শিবানীকে বিয়ে করেন। অধুনা-ফারহানের দুই মেয়ে। কৈশোর পার করে ফেলেছেন তাঁরা। বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন দু’জনেই। দীর্ঘ তিন বছর সম্পর্কে থাকার পর ফারহানের সঙ্গে ঘর বাঁধেন শিবানী। যে কোনও অনুষ্ঠানে স্বামীর গোটা পরিবারের সঙ্গে আনন্দে উৎসবে শামিল হন। তেমনই ফারহানের জন্মদিনে হাজির ছিল গোটা পরিবার। তবে শিবানী মা হচ্ছেন না। গোটাটাই যে গুজব স্পষ্ট করলেন শাশুড়ি শাবানা।