Kumar Sanu

মদের ঘোরে ভাল লেগে যায় কুনিকাকে, তবু কেন বারান্দা থেকে ঝাঁপ দিতে যান কুমার শানু?

মদ্যপ অবস্থায় ভাল লেগে যায় বড় পর্দার অভিনেত্রীকে। সেই রাতে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন শানু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৬:৩৬
Share:

(বাঁ দিকে) কুনিকা লাল (ডান দিকে) কুমার শানু। ছবি: সংগৃহীত।

আশির দশকের শেষের দিকে হিন্দি ছবিতে প্লেব্যাক শুরু করেন কুমার শানু। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিরো হীরালাল’ ছবিতে প্রথম গান করেন শানু। তার পর ধীরে ধীরে তাঁর কাছে প্রস্তাব পাঠাতে শুরু করেন বলিউডের নামী সঙ্গীত পরিচালকেরা। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতে গান করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কিন্তু ১৯৯০-এ ‘আশিকি’ ছবি যেন মোড় ঘুরিয়ে দেয় শানুর কেরিয়ারের। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন। একের পর এক ছবির প্রস্তাব তাঁর হাতে। তাঁর কর্মজীবন যখন সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছে। সেই সময় ব্যক্তিগত জীবনে ঝড় গায়কের। স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক টালমাটাল ইতিমধ্যে তিন সন্তানের বাবা হয়ে গিয়েছেনে শানু। মদ্যপ অবস্থায় ভাল লেগে যায় বড় পর্দার অভিনেত্রীকে। এক সময় বারান্দা থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন গায়ক।

Advertisement

বলিউডে পা রাখার আগেই রীতা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন শানু। কানাঘুষো শোনা যায় যে, বিয়ের পর অভিনেত্রী কুনিকা লালের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শানুর সঙ্গে নিজের প্রেম জীবনের কথা প্রকাশ্যে আনলেন কুনিকা। তিনি জানান, দাম্পত্য জীবনে অসুখী ছিলেন গায়ক। সেই সময় বোনের সঙ্গে উটি ঘুরতে গিয়ে দেখা হয় কুনিকার সঙ্গে। রাতে একসঙ্গে মদ্যপান করেন তাঁরা। উটি থেকে ফিরে স্ত্রীর সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দেন শানু। সেই সময় কুনিকার কাছাকাছি আসতে শুরু করেন তিনি। কুনিকার কথায়, ‘‘প্রায় পাঁচ বছর আমরা সম্পর্কে ছিলাম। স্বামী-স্ত্রীর মতো থাকতাম। যদিও কেউ কিছু টের পায়নি সেই সময়। কিন্তু রীতার সঙ্গে সম্পর্কে থাকাকালীন এতটা অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন শানুন যে হোটেলের বারান্দা থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন।’’

যদিও কুনিকার সহচার্য অবসাদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে শানুকে। তবে তাঁদের সম্পর্ক মেনে নিতে পারেননি গায়কের স্ত্রী রীতা। কুনিকার গাড়ি ভাঙচুর থেকে ফ্ল্যাটে গিয়ে গালমন্দ— অনেক কান্ডই করেন তিনি। শেষ পর্যন্ত গায়কের সঙ্গে সম্পর্কে ভেঙে বেরিয়ে আসতে বাধ্য হন নায়িকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement