RRR

RRR: আরআরআর টিমকে ১৮ লাখ টাকার স্বর্ণমুদ্রা উপহার রামচরণের! সঙ্গে আর কী 

বক্স অফিসে তুফান তুলেছে এসএস রাজামৌলির 'আরআরআর'। ৪৫০ কোটি বাজেটের ছবি দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দ্বিগুণ অঙ্কের টাকা তুলে নিয়েছে! 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ২২:৩১
Share:

ফাইল চিত্র।

বক্স অফিসে তুফান তুলেছে এসএস রাজামৌলির 'আরআরআর'। ৪৫০ কোটি বাজেটের ছবি দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দ্বিগুণ অঙ্কের টাকা তুলে নিয়েছে। এই মুহূর্তে আরআরআরের পকেটে ৯০০ কোটি। সেই আনন্দে দক্ষিণী অভিনেতা আলুরি সীতারাম রাজু ওরফে রামচরণ 'আরআরআর' সদস্যদের স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন বলেও জানা গেছে। একেকটি মুদ্রার ওজন নাকি ১০ গ্রাম!

Advertisement

দলের ৩৫ জন সদস্যকে সব মিলিয়ে মোট ১৮ লাখ টাকার স্বর্ণ মুদ্রা দিয়ে আনন্দ উদ্‌যাপন করেছেন অভিনেতা। শুধু তাই নয়, হায়দরাবাদের বাড়িতে তাঁর সঙ্গে প্রাতঃরাশের আমন্ত্রণও জানিয়েছেন সকলকে।

একটা তেলুগু যুদ্ধের ছবি এমন বিপুল সাফল্য পাবে তা আশা করেননি দলের কেউই, তবে মানুষের ভাল লাগবে এমনটা বুঝেছিলেন। রামচরণ জানান, দর্শকের এমন প্রতিক্রিয়া তাঁর কাছেও বড় চমক। তাই মিষ্টির বাক্স আর স্বর্ণমুদ্রায় ভরিয়ে তুললেন আনন্দের মুহূর্ত। সদস্যদের যে সোনার কয়েন উপহার দিয়েছেন তিনি সেগুলোর এক পিঠে 'আরআরআর' লোগো রয়েছে, অন্য পিঠে রয়েছে রামচরণের নাম।

Advertisement

সব মিলিয়ে 'আরআরআর'-এর আয় দেশের তাবড় বাণিজ্য বিশারদদেরও হতবাক করে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement