Mandana Karimi

Mandana Karimi: যে মহিলাকেই চেনেন তাঁর সঙ্গেই সহবাস করেছেন গৌরব! ‘লক আপ’-এ সরব মন্দনা

যাঁকেই চেনেন তাঁর সঙ্গেই সহবাস করেছেন গৌরব! 'লক আপ' এ প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন ইরানিয়ান অভিনেতা মন্দনা করিমি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ১৮:১১
Share:

মন্দনা এবং তাঁর প্রাক্তন স্বামী গৌরব। ফাইল চিত্র

তাঁরা সকলেই জেলের কয়েদি। একে অপরকে ফিসফিস করে জীবনের কথা বলেন। তাতেই ফাঁস হয়ে যায় কত গোপন কথা, কত রহস্য! অনুষ্ঠানের প্রতি পর্বের পরেই চর্চা শুরু হয় বলি পাড়ায়। বলা বাহুল্য, সেই জেলখানা বলিউড অভিনেতা কঙ্গনা রানাউতের। সলমন খানের 'বিগ বস'-এর পর কঙ্গনার রিয়্যালিটি শো 'লক আপ'ই এ বার বিতর্কের শিরোনামে।

'লক আপ'-এর ভেতর কে নেই! অভিনেতা নিশা রাওয়াল, বিতর্কিত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি, মডেল পুনম পাণ্ডে, অভিনেতা পায়েল রোহতগি থেকে শুরু করে রয়েছেন ইরানিয়ান অভিনেতা মন্দনা করিমিও। তাঁদের নানা কীর্তি নিয়েই রোজ হইচই। সদ্য ক্যামেরার সামনে পুনমের পোশাক খোলা নিয়ে বিতর্কের পর এ বার সাড়া ফেললেন মন্দানা করিমিও।

Advertisement

শেষ পর্বে তিনি ফাঁস করে দিলেন প্রাক্তন স্বামী তথা নামী ব্যবসায়ী গৌরব গুপ্তর কাণ্ডকারখানা। সে নিয়ে আবার নতুন করে বিতর্কে চলে এল এই রিয়্যালিটি শো।

মন্দনা জানান, তাঁদের বিবাহ বিচ্ছেদের পর কত মহিলার যে শয্যাসঙ্গী হয়েছেন গৌরব তার হিসেব নেই। যেন এই অপেক্ষাতেই ছিলেন তাঁর প্রাক্তন স্বামী!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement