abhishek chatterjee

Abhishek Chatterjee death: নিজ মুখে কাজ চাইতে পারতেন না বলে অভিষেক ইন্ডাস্ট্রিতে যোগ্য মর্যাদা পাননি: প্রভাত

আসলে কাজ নিয়ে খুশি ছিল না অভিষেক। এত স্বতঃস্ফূর্ত অভিনেতা সেরকম চরিত্র কোথায় পেল? আমি 'লাঠি'তে ওকে ভাল চরিত্র দিয়েছিলাম।

Advertisement

প্রভাত রায়

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ১০:২০
Share:

অভিষেককে নিয়ে কলম ধরলেন প্রভাত।

আনন্দবাজার অনলাইনের কাছে প্রথম এই খবর পেলাম অভিষেক নেই। এখনও বিশ্বাস হচ্ছে না। বেশ কিছু দিন যোগাযোগ নেই ওর সঙ্গে। কিন্তু তাই বলে ৫৭ বছর বয়সে চলে যাবে?

আসলে কাজ নিয়ে খুশি ছিল না অভিষেক। এত স্বতঃস্ফূর্ত অভিনেতা সেরকম চরিত্র কোথায় পেল? আমি 'লাঠি'তে ওকে ভাল চরিত্র দিয়েছিলাম। 'পাপী' ছবিতেও ভাল কাজ করেছিল। আসলে ও সকলের সঙ্গে আড্ডা মারতে মারতে কাজ চাইতে পারত না। নিজে থেকে কাজ চাইতে পারা তো এখন চল। ও সেটা পারত না বা করতে চাইত না।

ভাল লাগছে না আর...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement