পরীমণি। ছবি: সংগৃহীত।
টানা পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি পরীমণি। সদ্য জীবনের নতুন ইনিংস শুরু করেছেন অভিনেত্রী। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিয়ে, সংসার, সন্তান। কিন্তু, শেষমেশ বিচ্ছেদ। সবটাই ঘটে গেল দু’বছরের মধ্যে। ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা সামলে শুটিং ফ্লোরে ফেরেন অভিনেত্রী ।সম্প্রতি ‘ডোডোর গল্প’ নামে একটি ছবির শুটিংও শুরু করেছিলেন। তার মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। ঠান্ডা লেগে জ্বর হয় অভিনেত্রীর। সে কারণেই ১৩ মাসের ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি হন পরীমণি। এ বার হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রীর জীবনে যে নতুন উপলব্ধি হল, সেটাই পোস্ট করলেন সমাজমাধ্যমের পাতায়।
পরনে হাসপাতালের পোশাক, মায়ের বুকের উপর নিশ্চিন্তে ঘুমাচ্ছে অভিনেত্রীর ১৩ মাসের ছেলে রাজ্য। মা-ছেলের ছবি দু'টি দিয়ে তিনি লেখেন, ‘‘মাঝে মধ্যে ছোটখাটো অসুখ বা বিপদ না এলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না। একটা সময় অনেকের মতো আমারও মনে হত, কারও কাছে আমার কোনও চাওয়া-পাওয়া নেই। সেটা রাখার দরকারও নেই। যত কম চাহিদা, জীবন তত সুন্দর। আসলে এই কথাটার মধ্যে বাস্তবতা নেই। আপনার আত্মীয়-স্বজনদের আপনি নিশ্চয়ই খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো, জিজ্ঞেস করুক এতটুকুই চাইবেন।’’
জীবনের কঠিন সময় একান্ত আপন মানুষদের না পাওয়ার যন্ত্রণা থেকেই পরীমণি লেখেন, ‘‘আমি আমার স্টাফদের যত্ন, ভালোবাসা, আন্তরিকতার কাছে ঋণী। এরাই আমার পরিবার।" পাশাপাশি তিনি নিজে কেমন মানুষ, সেটাও বলেন। তাঁর কথায়, ‘‘আমি মোটেও স্বার্থপর নই। তবে গত দুই-এক বছর যাবৎ যে যেমন লোক, আমি মানুষটা তার সঙ্গে তেমন লোক হওয়ার চেষ্টা করতেছি। এই চেষ্টায় দৌড়টা বেশ লম্বা হল বলা যায়। জীবন থেকে সুবিধাবাদীদের যখন ঝেড়ে ফেলা যায়, জীবন কেবল মাত্র তখনই সুন্দর।’’