TRP Ratings

‘ফুলকি’র সঙ্গে শীর্ষ স্থানে যৌথ ভাবে ‘জগদ্ধাত্রী’! টিআরপি তালিকায় আর কারা চমক দিল?

এই সপ্তাহেও কোনও হেরফের হল না। শীর্ষ স্থানে আবার ‘ফুলকি’। সঙ্গে রইল কারা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৬:০৪
Share:

টিআরপি তালিকায় চমক দিল কারা? ছবি: সংগৃহীত।

রেকর্ড গড়তে চলেছে ধারাবাহিক ‘ফুলকি’। এই সপ্তাহেও টিআরপি তালিকার শীর্ষে জায়গা করে নিল জ়ি বাংলা এই ধারাবাহিক। তবে ‘ফুলকি’ একা নয়। যৌথ ভাবে এ বার শীর্ষে জায়গা পেল ‘জগদ্ধাত্রী’। দু’টি ধারাবাহিকেরই প্রাপ্ত রেটিং নম্বর ৭.১। গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল ‘জগদ্ধাত্রী’।

Advertisement

স্টার জলসার ধারাবাহিক ‘গীতা এলএলবি’ গত সপ্তাহে ছিল তৃতীয় স্থানে। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ধারাবাহিকটি এগিয়ে এল দ্বিতীয় স্থানে। প্রাপ্ত নম্বর ৭। যৌথ ভাবে একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘কথা’।

গত সপ্তাহের থেকে এগিয়ে এসেছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকও। তৃতীয় স্থানে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭। ধারাবাহিক ‘পরিণীতা’ও জায়গা করে নিয়েছে তৃতীয় স্থানে। কিছু দিন আগেই সমাজমাধ্যমে ‘গোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের একটি দৃশ্যে নিয়ে ট্রোলিং শুরু হয়েছিল। বাড়ির ভিতর চিতাবাঘের আগমন। তাকে তাড়াতে শঙ্খ বাজায় নায়িকা। সমাজমাধ্যমে ভাইরাল হয় সেই দৃশ্য। এই ধারাবাহিক চলতি সপ্তাহের টিআরপি তালিকায় চতুর্থ স্থানে। এর প্রাপ্ত নম্বর ৬.৬।

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার দুই ধারাবাহিক ‘উড়ান’ ও ‘রাঙামতি তিরন্দাজ’। দুটি ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৬.৪। ষষ্ঠ স্থানে ৬.১ নম্বর পেয়ে জায়গা করে নিয়েছে জ়ি বাংলার ধারাবাহিক ‘আনন্দী’। সপ্তম স্থানে রয়েছে ‘তেঁতুলপাতা’ ও ‘পুবের ময়না’। দু’টি ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৫.৬।

অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, ‘ডায়মন্ড দিদি জ়িন্দাবাদ’। এই দুই ধারাবাহিকের পেয়েছে ৫.৫ নম্বর। ৫.৪ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে ‘রোশনাই’ এবং দশম স্থানে ৫. নম্বর পেয়ে রয়েছে ‘শুভ বিবাহ’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement