Parineeti Chopra

প্রথম চুমু কবে খেয়েছিলেন, ফাঁস করলেন পরিণীতি নিজেই

সদ্য মুক্তি পেয়েছে পরিণীতির নতুন ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। এই একই নামের হলিউড ছবির রিমেক এটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৮
Share:

পরিণীতি জানালেন, আজ পর্যন্ত কখনও ডেটে যাওয়া হয়ে ওঠেনি তাঁর।

বলিউডের প্রথম সারির নায়িকা তিনি। তাঁর হাসিতে ঘায়েল কত অনুরাগী! সেই পরিণীতি চোপড়া নাকি কখনও ডেটে যাননি। অভিনেত্রী নিজেই ফাঁস করলেন সে কথা।

পরিণীতি জানালেন, আজ পর্যন্ত কখনও ডেটে যাওয়া হয়ে ওঠেনি তাঁর। অন্তত চিরাচরিত অর্থে ‘ডেট’ বলতে যা বোঝায়, তেমন কিছুর অভিজ্ঞতা নেই প্রিয়ঙ্কা চোপড়ার ছোট বোনের। তাঁর কাছে 'ডেট' মানে একসঙ্গে বাড়িতে বসে ‘চিল’ করা, সিনেমা দেখা এবং খাওয়াদাওয়া করা। এ সব কথা পরিণীতি বললেন নেটফ্লিক্সের জন্য শ্যুট করা একটি ভিডিয়োতে। এখানেই থেমে যাননি তিনি, নিজের সম্পর্কে আরও কিছু গোপন তথ্য ফাঁস করেছেন। জীবনে প্রথম চুমু খেয়েছিলেন ১৮ বছর বয়সে। সে কথাও অকপটে বলে ফেললেন পরিণীতি। সইফ আলি খান যে তাঁর ছোটবেলার ক্রাশ, সে কথা বলতেও দ্বিধা বোধ করেননি তিনি।

সদ্য মুক্তি পেয়েছে পরিণীতির নতুন ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। এই একই নামের হলিউড ছবির রিমেক এটি। ইংরেজি ভাষার ছবিটিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল এমিলি ব্লান্টকে। এর পর পরিণীতিকে দেখা যাবে ‘সন্দীপ আউর পিঙ্কি ফরার’ ছবিতে। তাঁর বিপরীতে অভিনয় করবেন অর্জুন কপূর। এ ছাড়াও সাইনা নেওয়ালের জীবনীমূলক ছবিতেও অভিনয় করবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement