Kareena Kapoor Khan

করিনার ইনস্টাগ্রামের মাধ্যমে জনসমক্ষে আনা হতে পারে ‘সইফিনা’র দ্বিতীয় সন্তানকে

করোনাকালে পরিবারকে জনসমাগমের মধ্যে যেতে দিতে অনিচ্ছুক করিনা ও সইফ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১০
Share:

এক সপ্তাহ বয়স হল ‘সইফিনা’র দ্বিতীয় সন্তানের।

এক সপ্তাহ বয়স হল ‘সইফিনা’র দ্বিতীয় সন্তানের। খুব সন্তর্পণেই তাঁকে পাপারাৎজিদের ক্যামেরার ঝলকানি থেকে দূরে সরিয়ে রেখেছেন তারকা দম্পতি। তৈমুরকে যেমন সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন তাঁরা, নতুন অতিথিকে সে ভাবে জনসমক্ষে আনা হবে না বলেই গুঞ্জন বলিউডে অন্দরে।

তা হলে কি সইফ আলি খান এবং করিনা কপূর খানের সন্তান থাকবে সকলের চোখের আড়ালে?

নাহ্‌। তাকেও আনা হবে জনসমক্ষে। তবে অন্য ভাবে। জানা যাচ্ছে, সরাসরি নয়, ছোট্ট অতিথির সকলের সঙ্গে আলাপ হবে ভার্চুয়াল মাধ্যমে। মা করিনার ইনস্টাগ্রামের মাধ্যমেই সামনে আনা হবে তাকে। করোনাকালে পরিবারকে জনসমাগমের মধ্যে যেতে দিতে অনিচ্ছুক করিনা ও সইফ। সে ক্ষেত্রে সদ্যোজাতকে বাইরে নিয়ে আসার কোনও প্রশ্নই ওঠে না। তাই অনিবার্য ভাবে ভার্চুয়াল মাধ্যমকেই বেছে নেওয়া হয়েছে আলাপ পর্বের জন্য। এই খবর ছড়ানোর পরেই অনুরাগীদের নজর এখন বেবোর ইনস্টাগ্রাম আকাউন্টের দিকে।

সন্তানকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পরে কোভিড সতর্কতায় বাইরের লোকজনকে বিশেষ যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। এমনকি বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করাতেও বাদ সাধা হয়েছে। তবে মাঝেমধ্যেই দিদিমা ববিতা কপূর এবং মাসি করিশ্মা কপূরকে আসতে দেখা যাচ্ছে সইফ-করিনার নতুন বাংলোয়। গত বৃহস্পতিবার সারা আলি খানও একগুচ্ছ উপহার নিয়ে দেখতে গিয়েছিলেন ভাইকে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছিল সেই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement