yami gautam

Yami Gautam: স্বামী আদিত্য কোথায়? ইয়ামিকে একা দেখেই প্রশ্ন, স্পষ্ট জবাব অভিনেত্রীর

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ২১:৪৫
Share:

ইয়ামি গৌতম।

মুম্বই বিমানবন্দরে দেখা গেল ইয়ামি গৌতমকে। মেরুন রঙের সালোয়ার কামিজ পরে সেখান থেকে বেরিয়ে আসছিলেন সদ্য বিবাহিত অভিনেত্রী।

Advertisement

নিয়ম মেনেই পাপারাৎজিরা ঘিরে ধরেন ইয়ামিকে। একই সঙ্গে প্রশ্ন করেন, 'আদিত্য স্যর আসেননি?'

উত্তর দিয়ে তবেই বেরোন অভিনেত্রী। তিনি বলেন, 'আমি শ্যুটিং করছি। ও এসে কী করবে?' এর পরে সকলকে সাবধানে থাকার বার্তা দিয়ে সেখান থেকে বেরিয়ে যান অভিনেত্রী।

Advertisement

৪ জুন পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন ইয়ামি। 'উরি দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবির শ্যুটের সময় থেকেই দু’জনের আলাপ। পরবর্তী সময়ে সেই আলাপ ভালোবাসায় পরিণত হয়। অবশেষে ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিচালক এবং অভিনেত্রী।

খুব শীঘ্রই ইয়ামিকে দেখা যাবে 'ভূত পুলিশ' ছবিতে। হরর-কমেডি ঘরানার এই ছবিতে ইয়ামির সঙ্গে অভিনয় করবেন সইফ আলি খান, অর্জুন কপূর, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তারকারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement