Netflix

অমিতাভের ভূমিকায় পঙ্কজ, শাহরুখের জায়গায় নওয়াজ, নেটফ্লিক্সের ভাবনায় ‘কভি খুশি কভি গম’

যশবর্ধন রায়চন্দ অর্থাৎ অমিতাভ বচ্চনের ভূমিকায় দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীকে, নন্দিনী রায়চন্দ অর্থাৎ জয়া বচ্চনের ভূমিকায় দেখা যাছে নীনা গুপ্তকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৮:২০
Share:

নেটফ্লিক্স ইন্ডিয়া এক্কেবারে অন্য রকম ‘কভি খুশি কভি গাম’-এর পোস্টার শেয়ার করল তাঁদের ইনস্টাগ্রাম পেজে।

এক দিকে, নওয়াজউদ্দিন সিদ্দিকি মিশরের মরুভূমিতে ট্রান্সপ্যারেন্ট শার্ট পরে নায়িকার সঙ্গে ‘সুরাজ হুয়া মধ্যম’ গানে রোম্যান্স করছেন। অন্য দিকে, পঙ্কজ ত্রিপাঠী স্যুট বুট টাই পরে বিজনেস টাইকুন হয়ে নেমে আসছেন চপার থেকে।

বেশির ভাগ ছবিতে সব সময় গালিগালাজ, খুন খারাপি করা বাহুবলী ডনের চরিত্রে অভিনয় দেখতে অভ্যস্ত এই দুই ‘অন্য ধারা’র অভিনেতাকে একেবারে কর্ণ জোহরীয় ধাঁচে ফেলতেই একটু অদ্ভুত লাগল তো?

নাহ, এটা নিউ ইয়ার পার্টির হ্যাং ওভারের ফলে দেখা দিবাস্বপ্ন নয়! স্বয়ং নেটফ্লিক্স ইন্ডিয়া এক্কেবারে অন্য রকম ‘কভি খুশি কভি গাম’-এর পোস্টার শেয়ার করল তাঁদের ইনস্টাগ্রাম পেজে। যশবর্ধন রায়চন্দ অর্থাৎ অমিতাভ বচ্চনের ভূমিকায় দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীকে, নন্দিনী রায়চন্দ অর্থাৎ জয়া বচ্চনের ভূমিকায় দেখা যাছে নীনা গুপ্তকে। তাঁদের বড় ছেলে রাহুলের চরিত্রে দেখা যাচ্ছে নওয়াজউদ্দিনকে এবং কাজলের জায়গায় রাধিকা আপ্তে। বিক্রান্ত মাসি হয়ে উঠেছেন রোহন রায়চন্দ অর্থাৎ হৃতিক রোশন এবং মিথিলা পালকর হয়েছেন ‘পু’ করিনা কপূর।

Advertisement

A post shared by Netflix India (@netflix_in)

তবে বাস্তবে রিমেক হচ্ছে না কর্ণ জোহর পরিচালিত ফ্যামিলি ড্রামার। এই ওটিটি প্ল্যাটফর্মে বেশ কয়েকটি জনপ্রিয় সিরিজ এবং ছবিতে অভিনয় করা তারকাদের নিয়ে এ ভাবেই একদম অভিনব কায়দায় দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানাল নেটফ্লিক্স। ক্যাপশনে লেখা, ‘আমরা আশা করি এই বছরটায় দুঃখ নয়, শুধুই খুশি থাকবে’।

বেশ কয়েকটি সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেছেন, গ্যাংস্টারের চরিত্রের বাইরেও রোম্যান্টিক চরিত্রে অভিনয় করতে চান তিনি। কিন্তু সে রকম সুযোগই নাকি আসে না তাঁর কাছে। নেটফ্লিক্সের এই ভাবনা সত্যি হলে অভিনেতার সেই সাধ পূরণ হত। দর্শকেরাও গ্যাংস্টার গণেশ গাইতোন্ডেকে অন্য ভাবে দেখার সুযোগ পেতেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement